মুম্বই: তাঁর দল নিউজিল্যান্ড ওয়াংখেড়েতে ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট ম্যাচ এবং একইসঙ্গে এই সিরিজ হারের মুখে থাকলেও, ব্যক্তিগত পারফরম্যান্সের মাধ্যমে উজ্জ্বল মুম্বইয়ে জন্মানো বাঁ হাতি স্পিনার আজাজ পটেল। তিনি এই টেস্টে মোট ১৪টি উইকেট নিলেন। প্রথম ইনিংসে ১০ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিলেন এই স্পিনার। এর ফলে তিনি অনিল কুম্বলের রেকর্ড স্পর্শ করলেন। ১৯৯৯ সালে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট নেন কুম্বলে। সেই ম্যাচে তিনি নেন মোট ১৪টি উইকেট। আজ এই রেকর্ড স্পর্শ করলেন আজাজ। তবে তাঁর ধরাছোঁয়ার বাইরেই থেকে গেলেন জিম লেকার। ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক টেস্টে তিনি নেন মোট ১৯টি উইকেট।
এই টেস্টের প্রথম দিন শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি ও শ্রেয়স আয়ারের উইকেট নেন আজাজ। এরপর দ্বিতীয় দিন তিনি একে একে ফিরিয়ে দেন ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, ময়ঙ্ক অগ্রবাল, অক্ষর পটেল, জয়ন্ত যাদব ও মহম্মদ সিরাজকে। তার ফলে জিম লেকার ও অনিল কুম্বলের পর বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্ট ম্যাচের এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার বিরল নজির গড়েন আজাজ।
আজ ওয়াংখেড়ে টেস্টের তৃতীয় দিন ভারতের দ্বিতীয় ইনিংসে প্রথমে দুই ওপেনার ময়ঙ্ক আগরওয়াল ও চেতেশ্বর পূজারাকে ফিরিয়ে দেন আজাজ। এরপর তাঁর শিকার হন শ্রেয়স আয়ার ও জয়ন্ত যাদব।
ইংল্যান্ডের প্রয়াত প্রাক্তন অফ-স্পিনার জিম লেকার ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের দ্বিতীয় ইনিংসে একাই ১০ উইকেট নেন। সেটাই টেস্ট ম্যাচের ইতিহাসে প্রথম ১০ উইকেট নেওয়ার ঘটনা ছিল। এরপর দ্বিতীয় বোলার হিসেবে কোনও টেস্ট ম্যাচের একটি ইনিংসে ১০ উইকেট নেন অনিল কুম্বলে। গতকাল তৃতীয় বোলার হিসেবে এই নজির গড়লেন আজাজ।