IND vs NZ 1st ODI Score Live: জলে গেল ব্রেসওয়েলের স্মরণীয় সেঞ্চুরি ১২ রান জয় পেল ভারত
IND vs NZ Live: ভারতের প্রথম একাদশে সূর্যকুমারকে সুযোগ দেওয়া হল। টি-টোয়েন্টির ছন্দ ওয়ান ডে-তেও তিনি ধরে রাখতে পারেন কি না, সেটাই এখন দেখার।
ব্রেসওয়েল শেষ ওভার পর্যন্ত দুরন্ত লড়াই করলেও নিউজিল্যান্ড জেতাতে পারলেন না। ১২ রানে জয় পেল টিম ইন্ডিয়া। ১৪০ রানে থামল ব্রেসওয়েলের স্মরণীয় ইনিংস।
শিপলেকে ফেরালেন সিরাজ। ম্যাচ জিততে ১৭ বলে ৩৭ রান চাই নিউজিল্যান্ডের।
৪৫ বলে ৫৭ রান করে সিরাজের বলে ফিরলেন মিচেল স্যান্টনার। ২৬ বলে আর ৫৭ রান চাই নিউজিল্যান্ডের।
৫৭ বলে সেঞ্চুরি ব্রেসওয়েলের। ৪২.২ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ২৬৭/৬।
৩৮ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ২১৪/৬। ৬৫ রানে অপরাজিত মাইকেল ব্রেসওয়েল।
মহম্মদ শামির বলে বোল্ড গ্লেন ফিলিপ্স। টম ল্যাথামকে ফেরালেন মহম্মদ সিরাজ। ২৯ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ১৩১/৬।
দুরন্ত ছন্দে কুলদীপ যাদব। পরপর ফেরালেন হেনরি নিকোলস ও ডারিল মিচেলকে। নিউজিল্যান্ডের স্কোর ১৭.৪ ওভারে ৮৯/৪।
শার্দুল ঠাকুরের বলে ৪০ রান করে ফিরলেন ফিন অ্যালেন। নিউজিল্যান্ডের স্কোর ১৩ ওভারে ৭০/২।
১০ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৪২/১।
ডেভন কনওয়েকে ফেরালেন মহম্মদ সিরাজ। নিউজিল্যান্ডের স্কোর ২৮/১।
সাড়ে তিনশো রান তাড়া করতে নেমে ২ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ১২/০।
বিধ্বংসী ছন্দে শুভমন গিল। ১৪৬ বলে করলেন ডাবল সেঞ্চুরি। ১৪৯ বলে ২০৮ রান করে শিপলের বলে ফিরলেন তিনি। প্রথমে ব্যাট করে ভারত ৫০ ওভারে তুলল ৩৪৯/৮।
পরপর ফিরলেন ওয়াশিংটন সুন্দর (১২ রান), শার্দুল ঠাকুর (৩ রান)। তিনশো পেরিয়ে গেল ভারত। ৪৭ ওভারে স্কোর ৩০৩/৭।
১২২ বলে দেড়শো সম্পূর্ণ করলেন শুভমন গিল। ৪৩ ওভারের শেষে ভারতের স্কোর ২৭৯/৫।
বিতর্কিত সিদ্ধান্তের শিকার হার্দিক পাণ্ড্য। ফিরলেন ২৮ রান করে। ডারিল মিচেলের বল স্টাম্পের একেবারে ওপর গ্রিপ করেন নিউজিল্যান্ডের উইকেটকিপার টম ল্যাথাম। বেল পড়ে যায়। তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে জানান, বোল্ড হয়েছেন হার্দিক। যদিও রিপ্লেতে দেখা যায়, স্টাম্পে লাথামের গ্লাভস লাগছে।
৩৭ ওভারে ভারতের স্কোর ২৩১/৪। ১০৩ বলে ১২২ রানে ক্রিজে রয়েছেন শুভমন গিল।
৮৭ বলে সেঞ্চুরি সম্পূর্ণ করলেন শুভমন গিল। ৩২ ওভারে ভারতের স্কোর ১৯৬/৪।
২৬ বলে ৩১ রান করে ডারিল মিচেলের বলে ফিরলেন সূর্যকুমার যাদব। ২৯ ওভারের শেষে ভারতের স্কোর ১৭৭/৪।
লকি ফার্গুসনের বলে মাত্র ৫ রান করে ফিরলেন ঈশাণ কিষাণ। হাফসেঞ্চুরি শুভমন গিলের। ২৪ ওভারের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১৪৬।
মাত্র ৮ রান করে বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারের বলে বোল্ড হয়ে গেলেন বিরাট কোহলি। ১৬ ওভারের শেষে ভারতের স্কোর ৯১/২।
ব্লেয়ার টিকনারের বলে ক্যাচ দিয়ে ফিরলেন রোহিত শর্মা। ৩৮ বলে ৩৪ রান করে। ১২.১ ওভারে ভারতের স্কোর ৬০/১।
৮ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৪৩ রান। রোহিত শর্মা ২৬ ও শুভমন গিল ১৩ রানে অপরাজিত।
হেনরি শিপলের ওভারের শেষ বলে বাউন্ডারি রোহিত শর্মার। ১ ওভারের শেষে ভারতের স্কোর ৬/০।
শ্রেয়স আইয়ার চোট পেয়ে ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেলেন সূর্যকুমার যাদব।
প্রেক্ষাপট
হায়দরাবাদ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। প্রথম ম্য়াচে আজ, বুধবার হায়দরাবাদের রাজীব গাঁধী স্টেডিয়ামে খেলতে নামছে দুই দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয়ের পর সেই একাদশই ধরে রাখতে চাইবেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু চার নম্বরে ওয়ান ডে দলের অঙ্গ শ্রেয়স আইয়ার সিরিজের আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন। এই পরিস্থিতিতে প্রথম একাদশে শ্রেয়সের বদলি কে হবেন তা নিয়ে চর্চা ছিলই।
ইতিমধ্যে বিসিসিআইয়ের তরফে শ্রেয়সের পরিবর্ত হিসেবে রজত পতিদারের নাম ঘোষণা করা হয়েছে। যদিও সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে চার নম্বর পজিশনে অটোমেটিক চয়েস সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলের তো অবশ্যই এমনকী বিশ্বের সেরা ব্যাটার সূর্যকুমার। কুড়ির ফর্ম্যাটের ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন তিনি। কিন্তু ওয়ান ডে ফর্ম্যাটে জাতীয় দলে এখনও জায়গা পাকা হয়নি সূর্যর। তাই শ্রেয়সের চোট পেয়ে ছিটকে যাওয়া কোথাও একটা সূর্যকুমারের জন্য দরজা খুলে দিল বলে মনে করছিলেন অনেকেই।
শেষ পর্যন্ত সেই সম্ভাবনাই সত্যি হল। ভারতের প্রথম একাদশে সূর্যকুমারকে সুযোগ দেওয়া হল। টি-টোয়েন্টির ছন্দ ওয়ান ডে-তেও তিনি ধরে রাখতে পারেন কি না, সেটাই এখন দেখার।
ভারতীয় বোর্ডের তরফে সদ্যই এক বিবৃতিতে বলা হয়েছে, 'টিম ইন্ডিয়ার ব্যাটার শ্রেয়স আইয়ার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। ওঁ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাবেন এবং সেখানেই ওঁর চোটের গভীরতা পর্যবেক্ষণ করা হবে। সর্বভারতীয় নির্বাচক কমিটি রজত পাতিদারকে শ্রেয়স আইয়ারের পরিবর্তে দলে সুযোগ দিয়েছে।' হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে খেলতে নামছে ভারতীয় দল। তিন ম্যাচের সিরিজের পরের দুই ম্যাচ রায়পুর ও ইনদওরে আয়োজিত হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -