রাঁচি: মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) শহরে তখন বেশ ভাল জায়গায় নিউজিল্যান্ড (Ind vs NZ)। ওপেনার ফিন অ্যালেন ঝড় তুলে গিয়েছেন। ৪.৫ ওভারে ৪৩ রান তুলে ফেলেছে নিউজিল্যান্ড। তখনই সকলকে হতবাক করে দিলেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)।
কিউয়ি ইনিংসে লাগাম পরাতে তৃতীয় ওভারেই স্পিনারের হাতে বল তুলে দেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। আর নিজের দ্বিতীয় ওভারেই জোড়া ধাক্কা সুন্দরের। যার মধ্যে সবচেয়ে বেশি চর্চা চলল মার্ক চাপম্যানের উইকেট নিয়ে।
ঠিক কী হয়েছিল?
পঞ্চম ওভারের শেষ বলের ঘটনা। বল ফ্লাইট করিয়ে ছাড়লেন সুন্দর। সামনের পায়ে গিয়ে রক্ষণাত্মক শট খেললেন চাপম্যান। বল তাঁর ব্যাটে লেগে হাওয়ায় ভেসে সামনের দিকে গেল।
মুহূর্তের মধ্যে উইকেটের গন্ধ পেয়ে গেলেন সুন্দর। তিনি ডানদিকে শরীর শূন্যে ভাসিয়ে দিলেন। অবিশ্বাস্য ক্ষিপ্রতায় বল তালুবন্দি করলেন। রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার নিশ্চিত করে জানালেন যে, ক্যাচ নেওয়া হয়েছে। ফিরলেন চাপম্যান।
সুন্দরের ক্যাচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা বিস্মিত হয়ে যান। অনেকে কমেন্ট করেন, সুন্দর কি মুহূর্তের জন্য বাজপাখি হয়ে গিয়েছিলেন? এক ভক্ত সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করেন, এরকম ক্ষিপ্রতা দেখাও সৌভাগ্যের। কেউ কেউ এরোপ্লেনের সঙ্গে তুলনা করেন সুন্দরের ক্যাচের। সোশ্যাল মিডিয়ায় একাধিক মিম ছড়িয়ে পড়ে।
সুন্দরের স্পিনের সামনে মারমুখী কিউয়ি ব্যাটাররা সমস্যায় পড়েন। ৪ ওভারে মাত্র ২২ রান খরচ করেন তামিলনাড়ুর স্পিনার। তুলে নেন ২ উইকেট। শুক্রবার ভারতীয় বোলারদের মধ্যে সেরা সুন্দরই। ব্যাটিংয়ের দক্ষতার জন্য যুজবেন্দ্র চাহালকে বসিয়ে সুন্দরকে খেলায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দলের আস্থার সম্পূর্ণ মর্যাদা দিয়েছেন সুন্দর।
প্রথমে ব্যাট করে কিউয়িরা তুললেন ১৭৬/৬। শুরুতে ফিন অ্যালেন ২৩ বলে ৩৫ রান করে ভারতীয় শিবিরে চাপ তৈরি করেন। পরে ওয়াশিংটন পরপর ২ উইকেট তুলে নিলেও, নিউজিল্যান্ডের হয়ে পাল্টা লড়াই শুরু করেন ডেভন কনওয়ে। ৩৫ বলে ৫২ রান করেন তিনি। শেষ দিকে ২৮ বলে অপরাজিত ৫৫ রান করে নিউজিল্যান্ডের স্কোরকে লড়াকু জায়গায় নিয়ে যান ডারিল মিচেল। ম্যাচ জিততে ১৭৭ রানের বড় স্কোর তাড়া করতে হবে ভারতকে।
আরও পড়ুন: কনওয়ে-মিচেল ঝড়ের মুখে লড়াই ভারতীয় বোলারদের, হার্দিকদের সামনে লক্ষ্য ১৭৭ রান