IND vs NZ 1st T20 LIVE: ব্যর্থ ওয়াশিংটনের লড়াই, ২১ রানে ম্যাচ জিতে টি-২০ সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

IND vs NZ 1st T20 LIVE Score: রাঁচিতে টি-টোয়েন্টি ম্যাচে কখনও হারেনি ভারত। তিন ম্যাচ খেলে তিনটিই জিতেছে। সেই রেকর্ড কি আজ অক্ষুণ্ণ থাকবে?

ABP Ananda Last Updated: 27 Jan 2023 10:30 PM
Ind vs NZ Live: ১৫৫/৯ স্কোরে আটকে গেল ভারত

২৫ বলে হাফসেঞ্চুরি ওয়াশিংটন সুন্দরের। ২০ ওভারে ১৫৫/৯ স্কোরে আটকে গেল ভারত। ২১ রানে ম্যাচ জিতল নিউজিল্যান্ড।

Ind vs NZ Score Live: ১৮ ওভারের শেষে ভারতের স্কোর ১২৭/৮

রান আউট হয়ে গেলেন শিবম মাভি। লকি ফার্গুসনের বলে কট বিহাইন্ড কুলদীপ যাদব। মেডেন ওভার লকি ফার্গুসনের। ১৮ ওভারের শেষে ভারতের স্কোর ১২৭/৮।

Ind vs NZ T20 Live: ১০ রান করে স্টাম্পড হয়ে গেলেন দীপক হুডা

মিচেল স্যান্টনারের বলে ১০ রান করে স্টাম্পড হয়ে গেলেন দীপক হুডা। ১৬ ওভারের শেষে ভারতের স্কোর ১১৫/৬।

Ind vs NZ Live: ব্রেসওয়েলের বলে আউট হয়ে গেলেন হার্দিক

২০ বলে ২১ রান করে ব্রেসওয়েলের বলে আউট হয়ে গেলেন হার্দিক পাণ্ড্য। ১৩ ওভারের শেষে ভারতের স্কোর ৯০/৫।

Ind vs NZ Live Score Update: ৪৭ রান করে ফিরলেন সূর্যকুমার

বিরাট ধাক্কা ভারতের। ৩৪ বলে ৪৭ রান করে ফিরলেন সূর্যকুমার যাদব। ভারতের স্কোর ৮৩/৪।

Ind vs NZ Live: ৯ ওভারের শেষে ভারতের স্কোর ৬৩/৩

৯ ওভারের শেষে ভারতের স্কোর ৬৩/৩। ক্রিজে সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ড্য।

Ind vs NZ Score Update Live: আউট শুভমন

মিচেল স্যান্টনারের বলের ঘূর্ণি বুঝতে না পেরে ঠকলেন শুভমন গিল। পুল করতে গিয়ে তুলে দিলেন লোপ্পা ক্যাচ। মাত্র ৭ রান করে ফিরলেন। ৪ ওভারের শেষে ভারত ২০/৩।

Ind vs NZ Live: কট বিহাইন্ড রাহুল ত্রিপাঠি

৬ বলে কোনও রান না করে কট বিহাইন্ড রাহুল ত্রিপাঠি। জেকব ডাফির বলে। ৩ ওভারে ভারতের স্কোর ১৫/২।

Ind vs NZ Score Update: ৪ রান করে ফিরলেন ঈশান
শুরুতেই ধাক্কা ভারতের। ৫ বলে ৪ রান করে ফিরলেন ঈশান কিষাণ। ঘাতক মাইকেল ব্রেসওয়েল। ১.৪ ওভারে ভারতের স্কোর ১০/১।
Ind vs NZ Live: ৩০ বলে ৫৯ রানে অপরাজিত রইলেন ডারিল মিচেল

২০ ওভারে ১৭৬/৬ তুলল নিউজিল্যান্ড। ৩০ বলে ৫৯ রানে অপরাজিত রইলেন ডারিল মিচেল।

Ind vs NZ Live: ১৯ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ১৫৬/৬

শিবম মাভির বলে ৭ রান করে ফিরলেন মিচেল স্যান্টনার। ১৯ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ১৫৬/৬।

Ind vs NZ Score Live: এক ওভারে জোড়া উইকেটের পতন কিউয়িদের

অর্শদীপের একটি ওভারে জোড়া উইকেট হারাল নিউজিল্য়ান্ড। ফিরলেন কনওয়ে ও ব্রেসওয়েল। 

Ind vs NZ Live: ১৫ ওভার শেষে কিউয়িদের স্কোর ১১৭/৩

১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ১১৭ রান তুলেছে নিউজিল্য়ান্ড। 

Ind vs NZ Score Live: ১৭ রান করে প্যাভিলিয়নে ফিরলেন গ্লেন ফিলিপস

ব্যক্তিগত ১৭ রান করে প্যাভিলিয়নে ফিরলেন গ্লেন ফিলিপস। কিউয়িদের স্কোর ১০৩/৩

Ind vs NZ Live: ১০ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৭৯/২

১০ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৭৯/২। ক্রিজে ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপস।

Ind vs NZ Score Live: দুরন্ত ক্যাচ নিলেন ওয়াশিংটন

নিজের বলে ঝাঁপিয়ে দুরন্ত ক্যাচ নিলেন ওয়াশিংটন সুন্দর। ৪ বলে কোনও রান না করে ফিরলেন মার্ক চাপম্যান।

Ind vs NZ Live: ফিরলেন ফিন অ্যালেন

নিউজিল্যান্ড শিবিরে প্রথম ধাক্কা ওয়াশিংটন সুন্দরের। তাঁর বলে ফিরলেন ফিন অ্যালেন। ২৩ বলে ৩৫ রান করে।

Ind vs NZ Score Update: ২১ বলে ২৯ রান করে ক্রিজে ফিন অ্যালেন

২১ বলে ২৯ রান করে ক্রিজে ফিন অ্যালেন। ৪ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৩৭/০।

Ind vs NZ Live: ঝোড়ো শুরু নিউজিল্যান্ডের

ঝোড়ো শুরু নিউজিল্যান্ডের। ২ ওভারের শেষে স্কোর ২৩/০।

Ind vs NZ T20 Live: ৫ মাস পর টি-২০ খেলছেন কুলদীপ

প্রায় পাঁচ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন কুলদীপ যাদব। যুজবেন্দ্র চাহালকে বসিয়ে খেলানো হচ্ছে চায়নাম্যান স্পিনারকে।

Ind vs NZ Live Score: সুযোগ হল না বাংলার পেসার মুকেশ কুমারের

টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতের। সুযোগ হল না বাংলার পেসার মুকেশ কুমারের।

Ind vs NZ Live: কেমন হয়েছে পিচ?

পিচে ঘাসের হাল্কা আস্তরণ রয়েছে। বল পড়ে ভালভাবে ব্যাটে আসবে। বড় রানের খেলা হতে পারে। তবে নতুন বলে সুবিধা পাবেন পেসাররা।

প্রেক্ষাপট

রাঁচি: ওয়ান ডে সিরিজে নিউজিল্যান্ডকে (Ind vs NZ) হোয়াইটওয়াশ করার পর আজ শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি দ্বৈরথ। রাঁচিতে প্রথম ম্যাচে কেমন হবে ভারতের প্রথম একাদশ?


অনেকে অপেক্ষা করেছিলেন ফের কুলচা জুটিকে একসঙ্গে দেখার জন্য। কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল - দুই স্পিনারকে দিয়ে বাজিমাত করবে ভারত, ভেবেছিলেন অনেকে। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট যা ইঙ্গিত দিয়েছে, তাতে দুজনের একসঙ্গে খেলার সম্ভাবনা নেই। কুলদীপ ও চাহালের মধ্যে যে কোনও একজন সুযোগ পেতে পারেন।


নজরে থাকবে শুভমন গিলের ফর্ম। ওয়ান ডে-তে স্বপ্নের দৌড় চলছে পাঞ্জাবের ক্রিকেটারের। তবে টি-টোয়েন্টিতে খেলেছেন মাত্র তিন ম্যাচ। গুজরাত টাইটান্সের হয়ে গত আইপিএলে নজর কেড়েছিলেন। টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন তিনি। যদিও সেখানে তাঁকে ইনিংস গঠনের দায়িত্বে দেখা গিয়েছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে দারুণ কিছু করতে পারেননি। তবে প্রায় ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন পৃথ্বী শ। শুভমন ব্যর্থ হলে যিনি টি-টোয়েন্টির জাতীয় দলে জায়গা করে নিতে পারেন।


নিউজিল্যান্ড শিবিরে চর্চায় থাকবেন ফিন অ্যালেন। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে যাঁকে মার্টিন গাপ্টিলের পরিবর্তে খেলানো হয়েছিল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাত্র ১৬ বলে ৪২ রান করেছিলেন। কিন্তু তারপর থেকে তাঁর ব্যাটে রানের খরা। পরের ৬টি টি-টোয়েন্টি ম্যাচে সব মিলিয়ে ৫৬ রান করেছেন। গড় মাত্র ৯.৩৩। তাঁর ওপর সফল হওয়ার প্রবল চাপ থাকবে।


মহেন্দ্র সিংহ ধোনির শহরে ভারতীয় দল চাইবে প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যেতে। রাঁচিতে টি-টোয়েন্টি ম্যাচে কখনও হারেনি ভারত। তিন ম্যাচ খেলে তিনটিই জিতেছে। সেই রেকর্ড কি আজ অক্ষুণ্ণ থাকবে?


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.