কানপুর: সম্প্রতি তিনবার বড় মঞ্চে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছে ভারতীয় দল। ২০১৯ সালে ইংল্যান্ডে একদিনের বিশ্বকাপের পর এ বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বিরাট কোহলিদের টেক্কা দিয়েছেন কেন উইলিয়ামসনরা। টি-২০ বিশ্বকাপের পরেই দেশের মাটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। টি-২০ সিরিজ ৩-০ জিতেছে রোহিত শর্মার দল। আজ থেকে শুরু হয়েছে টেস্ট সিরিজ।
আজ থেকে ভারত-নিউজিল্যান্ডের ৬১-তম টেস্ট ম্যাচ শুরু হল। এর আগে দু’দল ৬০টি টেস্ট ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ২১টি ম্যাচ জিতেছে ভারত। কিউয়িদের জয় ১৩টি ম্যাচে। ২৬টি টেস্ট ম্যাচ ড্র হয়েছে। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এর আগে ৩৪টি টেস্ট ম্যাচ খেলেছে ভারত। তার মধ্যে ১৬টি ম্যাচেই জয় এসেছে। ভারতের হার মাত্র দু’টি ম্যাচে।
তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সাম্প্রতিক রেকর্ড ভারতের পক্ষে একেবারেই ভাল না। দু’দলের শেষ তিনটি সাক্ষাতেই জয় পেয়েছে কিউয়িরা। ২০১৯-২০ মরশুমে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ফলে জেতে নিউজিল্যান্ড। এরপর তারা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ভারতের বিরুদ্ধে জয় পায়।
টেস্টে সাম্প্রতিক রেকর্ডের নিরিখেও ভারতের চেয়ে এগিয়ে নিউজিল্যান্ড। গত পাঁচটি টেস্ট ম্যাচের মধ্যে দু’টিতে জয় পেয়েছে ভারত। হার দু’টি ম্যাচে এবং একটি ম্যাচ ড্র হয়েছে। অন্যদিকে, নিউজিল্যান্ড গত পাঁচটি টেস্ট ম্যাচের মধ্যে চারটিতেই জয় পেয়েছে। অন্য ম্যাচটি ড্র হয়েছে।
১৯৫৫-৫৬ মরশুমে প্রথমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে ভারত। দেশের মাটিতে ৫ ম্যাচের সেই সিরিজে ২-০ ফলে জয় পায় ভারত। এরপর ১৯৬৪-৬৫ মরশুমে ফের ভারত সফরে আসে নিউজিল্যান্ড। সেবার চার টেস্টের সিরিজে ১-০ জয় পায় ভারত। ১৯৬৭-৬৮ মরশুমে প্রথমবার নিউজিল্যান্ড সফরে যায় ভারতীয় দল। ৪ টেস্টের সিরিজ ৩-১ জেতে ভারতই। দু’দলের টেস্ট সিরিজে প্রথমবার জয় পাওয়ার জন্য নিউজিল্যান্ডকে অপেক্ষা করতে হয় ১৯৮০-৮১ মরশুম পর্যন্ত। সেবার দেশের মাটিতে তারা ৩ ম্যাচের সিরিজ ১-০ জেতে।