কলকাতা: শেষ যখন ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়েছিল, আফগানিস্তানে তালিবান শাসন ছিল না। মার্কিন মুলুকের মসনদে ছিলেন ডোনাল্ড ট্রাম্প।
সবচেয়ে বড় কথা কোভিড ১৯ বলে কোনও অভিশাপের নামই শোনেননি কেউ।
দু'বছর আগে, ২০১৯ সালের নভেম্বরে গোলাপি বলের সেই দিন-রাতের টেস্টে বাংলাদেশকে হারিয়েছিল ভারত (Team India)। তার ঠিক ২ বছর পর, রবিবার, ২১ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেট ফিরল ইডেন গার্ডেন্সে। করোনা পরিস্থিতিতে ক্রিকেটের নন্দনকাননে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড (India vs New Zealand)।
যে ম্যাচে রোহিত শর্মা-রাহুল দ্রাবিড় জুটিকে নিয়ে আগ্রহের পাশাপাশি দেখা গেল বেশ কিছু অন্য ছবি। কীরকম? ফ্লাডলাইট জ্বলে ওঠার সঙ্গে সঙ্গেই মাঠের বাইরে ফিরল পরিচিত ভিড়। মাঠমুখী জনতার কেউ জাতীয় পতাকা কিনলেন। কেউ আবার গালে আঁকিয়ে নিলেন তেরঙা। বরাবরের মতো। তবে করোনা পরিস্থিতিতে সংযোজন বলতে, মাঠের বাইরে দেদার বিকোল মাস্ক। হটকেকের মতো।
পয়মন্ত ইডেনে টস ভাগ্যও সঙ্গী রোহিতের, শুরুতে ব্যাটিং করবে ভারত
ইডেনে ম্যাচ থাকলেই জাতীয় পতাকা ও তেরঙা জলরঙ নিয়ে ময়দানে হাজির হয়ে যান খিদিরপুরের বান্টি আমেদ। এবার পতাকা ও জলরংয়ের পাশাপাশি হাতে ঝুলিয়ে রেখেছিলেন মাস্কের প্য়াকেটও। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, মাস্ক না পরলে মাঠে প্রবেশ নাস্তি। তাই বান্টির কাছ থেকে মাস্ক কেনার জন্য ভিড় জমালেন অনেকেই। এক-একটি সার্জিক্যাল মাস্ক ১০ টাকায় বিক্রি হল।
হাওড়া থেকে অমিয় ঘোষও ইডেনের বাইরে পতাকা-জার্সি বিক্রি করেন ম্যাচ থাকলেই। তাঁরও হাতে ঝুলতে দেখা গেল মাস্কের প্যাকেট। বলছিলেন, 'অনেকেই মাস্ক কিনছেন। ফের ইডেনে খেলা শুরু হল। আমরা খুশি। মাস্ক বিক্রি করছি বলে ক্রেতারাও খুশি।'
ইডেনের গেটে থার্মাল গান দিয়ে দর্শকদের তাপমাত্রা পরীক্ষা ও স্যানিটাইজ করে তবেই গ্যালারিতে প্রবেশাধিকার দেওয়া হল দর্শকদের। সেই সঙ্গে প্রত্যেক দর্শককে সিএবির তরফ থেকে মাস্ক ও স্যানিটাইজারের পাউচও বিতরণ করা হল।