ধোনিকে টপকে যাওয়ার জন্য আজকের ম্যাচে ২৫ রান দরকার ছিল বিরাটের। তিনি করেন ৩৮ রান। এদিন আর ১২ রান করতে পারলেই আরও একটি নজির গড়তে পারতেন ভারতের অধিনায়ক। তাঁর, উইলিয়ামসন ও দু প্লেসির টি-২০ ম্যাচে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ আটটি করে অর্ধশতরান ছিল। এই ম্যাচে ৪৮ বলে ৯৫ রানের দুরন্ত ইনিংস খেলে সবার উপরে চলে গিয়েছেন উইলিয়ামসন। বিরাট ও দু প্লেসি যুগ্মভাবে দ্বিতীয় স্থানে।
এছাড়া আরও একটি নজির গড়ার সামনে বিরাট। আর ৬টি ছক্কা মারতে পারলে ইংল্যান্ডের ইয়ন মরগ্যানের পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে টি-২০ ফর্ম্যাটে ৫০টি ছক্কা মারার রেকর্ড গড়বেন তিনি। আজ একটি ছক্কা মারেন ভারতের অধিনায়ক। এই সিরিজে আরও দু’টি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি।