কলকাতা: রোহিত শর্মা (Rohit Sharma)-ঈশান কিষাণ (Ishan Kishan) যখন ব্যাট করছিলেন, ভারতের স্কোর দুশোর কাছাকাছি পৌঁছবে বলেই মনে করা হচ্ছিল। কিন্তু মাঝের ওভারগুলোর পরপর কয়েকটা উইকেট হারিয়ে যেন সামান্য হলেও খেই হারিয়েছিল ভারতীয় ইনিংস। ১৯ ওভারে ভারতের স্কোর ছিল ১৬৫/৭।


সেখান থেকে এক ওভারে যেন ম্যাচের রং পাল্টে দিলেন দীপক চাহার। চেন্নাই সুপার কিংসের হয়ে স্লগ ওভারে বিধ্বংসী শট খেলতে দেখা যায়। রবিবার ইডেনে জাতীয় দলের জার্সিতে শেষ ওভারে ব্যাটে ঝড় তুললেন মিডিয়াম পেসার। নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনেকে মারলেন দুটি চার ও একটি বিশাল ছক্কা। সব মিলিয়ে সেই ওভারে উঠল ১৯ রান। ভারতের স্কোরও পৌঁছে গেল একশো আশির কোটায়। মাত্র ৮ বলে ২১ রান করে অপরাজিত রইলেন দীপক চাহার।


কিন্তু ভারতীয় ইনিংস শেষ হয়ে যাওয়ার পরেও মিলনেকে মারা চাহারের ছক্কা নিয়ে আলোচনা চলল। শর্ট বল করতে গিয়েছিলেন মিলনে। কিন্তু চাহার সেই বলকে ফেললেন লং অন বাউন্ডারির বাইরে। বিশাল ছক্কা দেখে উচ্ছ্বসিত হয়ে পড়লেন রোহিত। হাফসেঞ্চুরি করে আউট হওয়ার পর থেকে যিনি ইডেনের ক্লাব হাউসের ড্রেসিংরুমের বাইরের গ্যালারিতে বসেছিলেন। চাহারের ছক্কা দেখে আপ্লুত রোহিত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। স্যালুট করলেন সতীর্থকে।


সেই রোহিত, যিনি ইডেনের রাজপুত্র বললেও অত্যুক্তি হয় না। এই মাঠে অনবদ্য সব রেকর্ড রয়েছে রোহিতের। ইডেন (Eden Gardens) তাঁকে কোনওদিন খালি হাতে ফেরায়নি। টেস্ট অভিষেক এই মাঠে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে-তে বিশ্বরেকর্ডের ২৬৪ এই মাঠে। ইডেন আর রোহিত শর্মা (Rohit Sharma) যেন সমার্থক হয়ে উঠেছেন। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফের জ্বলে উঠল রোহিতের ব্যাট। ৩১ বলে ৫৬ রান করলেন তিনি। ইনিংস সাজানো ৫ চার ও ৩ ছক্কায়।


সেই রোহিতই সতীর্থের ছক্কা দেখে আনন্দে উদ্বেলিত হয়ে উঠলেন। স্যালুট করলেন চাহারকে। ইডেনে দিনের সেরা ছবি হয়ে রইল হয়তো সেটাই।