কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের (Indian Cricket Team) গ্রুপ পর্বে পরপর দুই ম্যাচ হারের পর যেন পুনর্জন্ম হয়েছে অফস্পিনার আর অশ্বিনের (R Ashwin)। প্রথম একাদশে সুযোগ না পেয়ে পেয়ে মুষড়ে পড়া স্পিনারই ঘূর্ণির ভেল্কি দেখিয়েছেন বিশ্বকাপে পরের অর্ধে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও অশ্বিনের যে দাপট দেখা গিয়েছে। সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ার পর ইডেনে নিয়মরক্ষার ম্যাচে অবশ্য তামিলনাড়ুর অফস্পিনারকে বিশ্রাম দিয়েছিল টিম ইন্ডিয়া। তবে কলকাতা ছাড়ার আগে সকলের মন জিতে নিলেন অশ্বিন।
কীভাবে?
কলকাতা ছাড়ার আগে নিজের প্যাডজোড়া দান করে গেলেন তামিলনাড়ুর তারকা অফস্পিনার।
রবিবার ম্যাচের শেষে ইডেন গার্ডেন্স ছাড়ার সময় নিজের প্যাডজোড়া সিএবি-র এক কর্মীর হাতে তুলে দেন। বলেন, অভাবী কোনও উঠতি ক্রিকেটারকে সেগুলো দিয়ে দিতে। পরে ভারতীয় দলের স্থানীয় ম্যানেজার সম্রাট ভৌমিক বললেন, 'অশ্বিন বলে গিয়েছে, ময়দানের কোনও অভাবী ক্রিকেটারকে প্যাডজোড়া দিয়ে দিতে। ও নিজের প্যাড উপহার দিয়ে গিয়েছে।'
এদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার ঠিক আগে দলের ক্রিকেটারদের নিয়ে একটি বৈঠক করেন দ্রাবিড় ও রোহিত শর্মা। জাতীয় দলের সঙ্গে যুক্তরা জানাচ্ছেন, ওই একটি বৈঠকেই গোটা শিবিরের চেহারা বদলে গিয়েছিল।
কী আলোচনা হয়েছিল সেই বৈঠকে? রবিবার রাতে ইডেন গার্ডেন্সে ৭৩ রানে জয়ের পর এবিপি লাইভের প্রশ্নে রোহিত শর্মা বলেছেন, 'দায়িত্ব নিয়েই আমরা একটা বৈঠক করেছিলাম। সেই বৈঠকে সকলকে বলেছিলাম যে, দলের হয়ে কিছু করলে তা কারও নজর এড়াবে না। তোমরা চাপ নিয়ে দলের জন্য কিছু করতে চাইলে তার যথাযথ স্বীকৃতি পাবে। কোচ আর অধিনায়কের দায়িত্বই হল সকলকে বলা যে, দলের জন্য যা করতে চাইছো, সেটা আমরা বুঝেছি। সকলকে বলেছিলাম, তোমরা দলের জন্য যেটা করতে চাইছো, করো। ফল এলে ভাল। না এলেও ছুড়ে ফেলা হবে না। কারণ তোমরা যা করতে চাইছো, সেটা দলের জন্যই।'