মুম্বই: গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা ভেজা আউটফিল্ডের জন্য দেরিতে শুরু হলেও, আজ দ্বিতীয় দিন এখনও পর্যন্ত সময় নষ্ট হয়নি। আজ নির্দিষ্ট সময়েই শুরু হয় খেলা। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৬৪ রান যোগ করে ভারতীয় দল। মধ্যাহ্নভোজের বিরতির সময় ১৪৬ রানে অপরাজিত ছিলেন ওপেনার ময়ঙ্ক আগরওয়াল। তাঁর সঙ্গে ৩২ রানে অপরাজিত ছিলেন অক্ষর পটেল। মধ্যাহ্নভোজের বিরতির পর শুরু হয়েছে দিনের দ্বিতীয় সেশনের খেলা। ১৫০ রান পূর্ণ করেন ময়ঙ্ক। এরপরেই তিনি আউট হয়ে যান। এই উইকেটটিও নেন আজাজ পটেল। তবে ময়ঙ্ক ফিরে গেলেও, অর্ধশতরান পূর্ণ করেছেন অক্ষর। ভারতের স্কোর বাড়িয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন তাঁর। অপর প্রান্তে অপরাজিত ব্যাটসম্যান জয়ন্ত যাদব।


২৭ রান করে আউট হয়ে গিয়েছেন ঋদ্ধিমান সাহা। রবিচন্দ্রন অশ্বিন (০) রান পাননি। এখনও পর্যন্ত এই ইনিংসে ভারতের ৭টি উইকেটই নিয়েছেন আজাজ পটেল। 


গতকাল দিনের শেষে ভারতের রান ছিল ৪ উইকেটে ২২১। দিনের শেষে ১৪টি বাউন্ডারি ও চারটি ছক্কার সাহায্যে ১২০ রানে অপরাজিত ছিলেন ময়ঙ্ক। তাঁর সঙ্গে ২৫ রানে অপরাজিত ছিলেন ঋদ্ধিমান। আজ দিনের দ্বিতীয় ওভারেই ফিরে যান ঋদ্ধিমান। তিনি এলবিডব্লু হয়ে যান। এরপর ক্রিজে এসে প্রথম বলেই বোল্ড হয়ে যান অশ্বিন। অক্ষর ক্রিজে এসে আজাজের হ্যাটট্রিক আটকে দেন। তিনি এখনও পর্যন্ত ভালভাবেই ব্যাটিং করছেন। 


এই ইনিংসে এখনও পর্যন্ত ভারতীয় দলের তিনজন ব্যাটসম্যান কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। গতকাল তিন নম্বরে নামা চেতেশ্বর পূজারা এবং চার নম্বরে নামা অধিনায়ক বিরাট কোহলি ০ রানে আউট হয়ে যান। এরপর আজ কোনও রানই করতে পারলেন না অশ্বিন। গতকাল ময়ঙ্কের সঙ্গে ওপেন করতে নামা শুভমান গিল ৪৪ রান করেন। পাঁচ নম্বরে নামা শ্রেয়স আয়ার করেন ১৮ রান।