মুম্বই: বিশ্বকাপের (ODI World Cup) গ্রুপ পর্ব শেষ। বাকি শুধু তিন ম্যাচ। দুই সেমিফাইনাল আর ফাইনাল। প্রথম সেমিফাইনালে বুধবার ভারতের সামনে নিউজ়িল্যান্ড (Ind vs NZ)। সেই নিউজ়িল্যান্ড, চার বছর আগে যাদের কাছে সেমিফাইনালে হেরেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। এবার কী হবে?


ভারতের কাজটা যে সহজ হবে না, হুঁশিয়ারি দিয়ে রাখছেন নিউজ়িল্যান্ডের প্রাক্তন তারকা রস টেলর। সে যতই ভারত টানা ৯ ম্যাচ জিতে শেষ চারে মাঠে নামুক না কেন। আইসিসি-র ওয়েবসাইটে টেলর বলেছেন, '২০১৯ সালেও ম্যাঞ্চেস্টারে ভারত নেমেছিল দারুণ ছন্দে থেকে। আমরা ব্যস্ত ছিলাম নেট রান রেটে পাকিস্তানকে পিছনে ফেলে সেমিফাইনালের টিকিট জোগাড় করতে। এবারও ভারত ছন্দে। আরও বেশি করে ফেভারিট। গ্রুপ পর্বে দারুণ খেলেছে। ওরা ঘরের মাঠে খেলছে।'


এরপরই হুঁশিয়ারির সুর শোনা গিয়েছে রস টেলরের গলায়। বলেছেন, 'কিছুই হারানোর না থাকলে নিউজ়িল্যান্ড দল ভয়ঙ্কর। ভারত যদি কোনও দলের বিরুদ্ধে মাঠে নামার আগে স্নায়ুর চাপে থাকে, সেটা এই নিউজ়িল্যান্ড।'


চার বছর আগের ম্যাচের প্রসঙ্গও টেনেছেন টেলর। বলেছেন, 'ম্য়াচটা তো দু'দিন ধরে চলেছিল। আমার কাছে ছিল অদ্ভূত এক পরিস্থিতি। কারণ আমি অপরাজিত থেকে প্রথম দিন মাঠ ছেড়েছিলাম। টেস্ট ক্রিকেটেই এরকম পরিস্থিতি স্নায়ুর ওপর চাপ পেলে। আর আমাকে তো এর মোকাবিলা করতে হয়েছিল ওয়ান ডে ফর্ম্যাটে। তাও বিশ্বকাপের সেমিফাইনালের মতো ম্যাচে। ওল্ড ট্র্যাফোর্ডে গ্যালারির ৮০ শতাংশ ছিল ভারতের সমর্থক। সামান্য কিছু নিউজ়িল্যান্ডের সমর্থক আর বাকিরা ইংরেজ।'


সেই ম্যাচে প্রথমে ব্যাট করে নিউজ়িল্যান্ড তুলেছিল ২৩৯/৮। জবাবে ৪৯.৩ ওভারে ২২১ রানে অল আউট হয়ে যায় ভারত। ১৮ রানে ম্যাচ জেতে নিউজ়িল্যান্ড।


এবার লড়াই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। যে মাঠে ১২ বছর আগে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত। টেলর বলেছেন, 'মুম্বইয়ের মাঠে বড় রান ওঠে। তবে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে নিউজ়িল্যান্ডকে। টস গুরুত্বপূর্ণ হবে। তবে ব্যাটে হোক বা বলে, নিউজ়িল্যান্ডের শুরুটা ভাল হলে লড়াইয়ে আত্মবিশ্বাস পাবে। প্রথম ১০ ওভার গুরুত্বপূর্ণ। ভফারত ব্যাট করলে ওই সময়ের মধ্যে ২-৩টি উইকেট তুলতে হবে। ওদের ব্যাটিং প্রথম তিন ব্যাটারের ওপর অনেকটাই নির্ভরশীল। শুভমন গিল ওয়ান ডে-তে বিশ্বের সেরা ব্যাটার এখন। তারপর রয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলি। ওদের মিডল অর্ডারকে চাপে ফেলতে হবে।'


টেলর আরও বলেছেন, 'ভারতীয় বোলারদের বিরুদ্ধে শুরুতে হাতে উইকেট রেখে খেলতে হবে। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ় ও মহম্মদ শামিকে শুরুতে উইকেট দিলে হবে না।'


নিউজ়িল্যান্ডের তুরুপের তাস হতে পারেন রাচিন রবীন্দ্র, মনে করেন টেলর। সঙ্গে বলছেন, 'আশা করছি বুধবার ভাগ্য নিউজ়িল্যান্ডের সঙ্গে থাকবে।'


আরও পড়ুন: ব্যাটিং অর্ডারের চারে অপরিহার্য শ্রেয়স, বাইশ গজে শাসন দেখে বলছেন কেকেআর কোচ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial