রাঁচি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জয় হাসিল করে নিয়েছে ভারত। জয়পুরে প্রথম ম্যাচের পর রাঁচিতে দ্বিতীয় ম্যাচেও কিউয়িদের হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। অধিনায়ক রোহিত সিরিজ জয় ছাড়াও নতুন মাইলস্টোন গড়েছেন রাঁচিতে। কে এল রাহুলের সঙ্গে জুটি বেঁধে ১১৭ রানের পার্টনারশিপ গড়়ে তোলেন হিটম্যান। ম্যাচে নিজের ২৫ তম অর্ধশতরানও পূরণ করেন তিনি। 


তবে ম্যাচে জয় ছাড়়াও ব্য়ক্তিগত নজির গড়েন রোহিত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৫ তম অর্ধশতরান পূরণ করেন হিটম্যান। এতদিন পর্যন্ত বিরাট কোহলির ঝুলিতেই ছিল ২৫টি শতরান। প্রাক্তন অধিনায়ককে ছুয়ে ফেললেন বর্তমান অধিনায়ক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪টি শতরানও রয়েছেন রোহিতের। যদিও বিরাটের ঝুলিতে নেই কোনও সেঞ্চুরি। 


এছাড়াও টি-২০ ক্রিকেটে প্রথম ভারতীয় ওপেনিং জুটি হিসেবে এক অনন্য নজির গড়লেন রোহিত শর্মা এবং কেএল‌ রাহুল। পরপর পাঁচটি ম্যাচে ওপেনিং জুটিতে ভারতের এই দুই ব্যাটার অর্ধশতরানের পার্টনারশিপ গড়লেন। রাঁচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে প্রথম উইকেটে ৫০ রানের গন্ডি পার করার সাথে সাথেই তাঁরা পৌঁছে যান এই নজিরে।



টস জিতে শুক্রবার নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। নিউজিল্যান্ডের শুরুটা ভাল হয়েছিল। তবে মার্টিন গাপ্টিলকে (১৫ বলে ৩১ রান) ফিরিয়ে কিউয়ি শিবিরে প্রথম ধাক্কাটা দেন দীপক চাহার। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৫৩/৬ স্কোরে আটকে যায় নিউজিল্যান্ড। যে লক্ষ্য সহজেই পূরণ করে ফেললেন রোহিত-রাহুলরা।



বল হাতে দুরন্ত প্রত্যাবর্তন ঘটালেন ভারতীয় বোলাররা (Indian Cricket Team)। যে লড়াইয়ে নেতৃত্ব দিলেন যিনি, শুক্রবারই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তাঁর অভিষেক হল। হর্ষল পটেল (Harshal Patel)। ৪ ওভারে মাত্র ২৫ রান খরচ করে ২ উইকেট তুলে নিলেন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলা মিডিয়াম পেসার।