মুম্বই: আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত- নিউজিল্যান্ড (india vs newzeland) দ্বিতীয় টেস্ট। তার আগে আজ অনুশীলনে নামার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু বৃষ্টির জন্যই বাতিল হয়ে গিয়েছে দ্রাবিড় বাহিনীর আজকের অনুশীলন। দ্বিতীয় টেস্টে ভারতীয় একাদশে ফিরতে চলেছেন বিরাট কোহলি। প্রথম টেস্টে অজিঙ্ক রাহানে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু বিরাট ফেরায় ফের বিরাটই আবার অধিনায়ক হিসেবে দলের সঙ্গে যোগ দেবেন। কিন্তু কার বদলি হিসেবে ঢুকবেন বিরাট প্রথম একাদশে? প্রথম টেস্টে ২ ইনিংসেই ব্যর্থ হওয়ার পর অজিঙ্ক রাহানের (ajinkya rahane) দিকেই আঙুল তুলেছেন। প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক দীনেশ কার্তিক বলেন, ''শ্রেয়স আইয়ার দুর্দান্ত পারফরম্যান্স করেছে প্রথম টেস্টে। আর তার পর এটুকু বলাই যায় যে যাবতীয় চাপ থাকবে রাহানের ওপর। মনে হয় ওকেই বাদ দেওয়া হবে একাদশ থেকে। এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে একবার বাদ পড়়েছিল রাহানে। কিন্তু আমার মনে হয় যে এবার যদি রাহানে বাদ পড়ে, তাহলে তা কোনও ভুল কিছু হবে না। কারণ ওর পারফরম্যান্সও আপ টু দ্য মার্ক হয়নি।''
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। কানপুরের গ্রিন পার্কে মুখোমুখি হয়েছিল সেই ভারত ও নিউজিল্যান্ড (Ind vs NZ)। যে ম্যাচের রুদ্ধশ্বাস পরিসমাপ্তি হল। অমীমাংসিতভাবে শেষ হল ম্যাচ। এই ম্যাচের পর এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত কত নম্বরে রয়েছে, দেখে নেওয়া যাক।
সোমবারই আইসিসি থেকে তালিকা প্রকাশ করে জানিয়েছে যে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। দুইয়ে রয়েছে ভারত। তিনে পাকিস্তান। পরের তিনটি দল হল যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে জিতে পয়েন্ট টেবিলে উন্নতি করতে চাইবে ভারতীয় দল।
আরও পড়ুন: অফিশিয়ালি সম্পর্ক ছিন্ন ওয়ার্নার-সানরাইজার্সের, সমর্থকদের বার্তা অজি তারকার