ভারত-পাক ম্যাচে বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি, আবহাওয়ার পূর্বাভাসে উদ্বেগে ক্রিকেটপ্রেমীরা
Web Desk, ABP Ananda | 15 Jun 2019 10:36 PM (IST)
চলতি বিশ্বকাপে বৃষ্টির জন্য তিনটি ম্যাচ বাতিল করতে হয়েছে। এই কারণে ক্রিকেটপ্রেমীদের রোষের মুখে পড়েছে আইসিসি।
ম্যাঞ্চেস্টার: আগামীকাল বিশ্বকাপে মহারণ। মুখোমুখি ভারত-পাকিস্তান। এই ম্যাচের দিকে তাকিয়ে অগণিত ক্রিকেটপ্রেমী। কিন্তু আবহাওয়া বাধা হয়ে দাঁড়াবে না তো? আবহাওয়ার পূর্বাভাস দেখে এই আশঙ্কাই দানা বাঁধছে ক্রিকেটপ্রেমীদের মনে। কারণ, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ম্যাঞ্চেস্টারে আগামীকাল সারাদিন আকাশ মেঘলা থাকতে পারে। স্থানীয় সময় অনুযায়ী, দুপুর বারোটা থেকে একটার মধ্যে বৃষ্টি হতে পারে। ফলে ম্যাচে বিঘ্ন ঘটতেই পারে। চলতি বিশ্বকাপে বৃষ্টির জন্য তিনটি ম্যাচ বাতিল করতে হয়েছে। এই কারণে ক্রিকেটপ্রেমীদের রোষের মুখে পড়েছে আইসিসি। ভারত-পাক ম্যাচেও যদি বৃষ্টি বাদ সাধে, তাহলে ক্রিকেটপ্রেমীদের ক্ষোভ চরমে পৌঁছে যাবে। সবার এখন একটাই প্রার্থনা, রবিবার যেন ম্যাঞ্চেস্টারে বৃষ্টি না হয়।