মেলবোর্ন: ৯০ হাজার দর্শকের সামনে মেলবোর্নের ময়দানে পাকিস্তানকে চার উইকেটে হারিয়ে দুরন্ত জয় পেল ভারতীয় দল (IND vs PAK)। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠলেন বিরাট কোহলি (Virat Kohli)। ৮২ রানের অনবদ্য অপরাজিত ইনিংসে ভারতকে জেতালেন কোহলি। ম্যাচের পরে কোহলি ও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) আবেগঘন উচ্ছ্বাসই এই জয়ের গুরুত্ব বোঝানোর জন্য যথেষ্ট। ম্যাচের পর কোহলি বন্দনায় মাতলেন রোহিত। 


রোহিতের কোহলি বন্দনা


ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জয়ের জন্য দলের অভিজ্ঞ দুই তারকা বিরাট ও হার্দিক পাণ্ড্যর পার্টনারশিপের প্রশংসা করে বলেন, 'পরিস্থিতি যেমনই হোক না কেন, আমরা বারবার নিজেদের মধ্যে আলোচনা করেছি যে আমাদের আত্মবিশ্বাসটা বজায় রাখতে হবে। ওই পার্টনারশিপটাই (বিরাট-হার্দিকের) আমাদের হয়ে ম্যাচ ঘুরিয়ে দেয়। বিরাট এবং হার্দিক দুইজনেই অভিজ্ঞ ক্রিকেটার। মাথা ঠান্ডা রেখে ম্যাচটায় শেষ পর্যন্ত টিকে থাকাটা জরুরি ছিল এবং ওরা সফলভাবে সেটা করতে সক্ষম হয়েছে। প্রথম ম্য়াচেই জয় পাওয়া এবং যেভাবে আমরা জয় পেয়েছি, সেটা খুবই সন্তোষজনক।'


এরপরেই কোনওরকম রাখঢাক না করেই আজকের এই ইনিংসকেই ভারতীয় জার্সিতে বিরাটের সেরা ইনিংসের তকমা দেন রোহিত। 'বিরাটের সামনে মাথা নত করতেই হয়। এটা ওর অন্যতম সেরা ইনিংস নয়, ভারতের জার্সিতে এটাই ওর সেরা ইনিংস।' মেলবোর্নের আগত আপামর সমর্থকদেরও ধন্যবাদ জানান রোহিত। 


ভারতের ইনিংস


মেলবোর্নের মতো বড় মাঠে ১৬০ রান তাড়া করে ম্যাচ জেতা একেবারেই সহজ ছিল না। ভারতীয় ওপেনারদের ভালভাবে শুরুটা করা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তবে ১০ রানের মধ্যেই দুই ভারতীয় ওপেনার রাহুল (৪) ও রোহিত শর্মা (৪) সাজঘরে ফিরে যান। ৩১ রানে চার উইকেট হারিয়ে ফেলেছিল ভারতীয় দল। রানের গতিও ছিল খুবই কম। এখান থেকেই ভারতীয় ইনিংসের হাল ধরেন কোহলি ও হার্দিক পাণ্ড্য। প্রথমে একটু সামলে তারপর আক্রমণের পথ বেছে নেন দুইজন। বিশেষত পাক স্পিনার মহম্মদ নওয়াজের বিরুদ্ধে দারুণ আগ্রাসী মেজাজে ব্যাট করেন দুই ভারতীয় তারকাই। 


শাহিন আফ্রিদির বলে চার মেরে ৪৩ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন বিরাট কোহলি। হার্দিক অবশ্য ৪০ রানেই সাজঘরে ফেরেন। কিন্তু কোহলি শেষ পর্যন্ত টিকে থাকেন। ৮২ রানে অপরাজিত থাকেন কোহলি। ইনিংসের শেষ বলে ভারতের হয়ে জয়সূচক শটটি মারেন রবিচন্দ্রন অশ্বিন। চার উইকেটে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল।