দুবাই: রবিবাসরীয় সন্ধ্যায় পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) দুবাইয়ের ময়দানে দেখা গেল বিরাট কোহলির (Virat Kohli) শাসন। ফর্ম নিয়ে এশিয়া কাপ (Asia Cup 2022) শুরুর আগে প্রচুর জল্পনা-কল্পনা হলেও, অনেকটা পুরনো দিনের ফর্মে দাপুটে অর্ধশতরানে নিজের ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন বিরাট কোহলি। হংকংয়ের বিরুদ্ধে গত ম্যাচে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলেছিলেন। এই ম্যাচেই ফের একবার অর্ধশতরান হাঁকালেন কোহলি।
কোহলির শাসন
আজ ইনিংসের শুরু থেকেই বিরাট কোহলিকে বেশ ছন্দে দেখাচ্ছিল। তিনি কিন্তু কার্যত গোটা ইনিংস জুড়েই ব্যাট করে গেলেন। দাপুটে মেজাজে হাঁকালেন অর্ধশতরানও। ৩৬ বলে আসে বিরাটের অর্ধশতরান। ছক্কা হাঁকিয়ে কোহলির অর্ধশতরান পূর্ণ করার মধ্যে ছিল আত্মবিশ্বাস ও ফর্মে ফেরার ইঙ্গিত। শেষ ওভারে অবশ্য দুই রান নিতে গিয়ে রান আউট হন কোহলি। তবে তাঁর ৪৪ বলে ৬০ রানের ইনিংস কিন্তু তাঁকে অনেক আত্মবিশ্বাস দেবে। কোহলির ইনিংস সাজানো ছিল চারটি চার ও একটি ছক্কায়।
পাকিস্তানের বিরুদ্ধে গত রবিবার গ্রুপ পর্বের ম্যাচেও ৩৫ রান করেছিলেন বটে কোহিল। তবে সেই ইনিংসের সঙ্গে আজকের ইনিংসের আকাশ পাতাল পার্থক্য। পাকিস্তানের বিরুদ্ধে গত ম্যাচের ইনিংসের পর অনেকেই কোহলির ব্যাটিংয়ে আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করেছিলেন। তবে আজকের ইনিংসের সেটাই ছিল কোহলির ব্য়াটিংয়ের সবথেকে নজরকাড়া বিষয়। নাসিম শাহ, হাসনাইনদের ১৪০ কিমির অধিক গতির বলে যেমন পুল, ফ্লিক খেলেছেন, তেমনই শাদাব খানদের বিরুদ্ধে ক্রিজ ছেড়ে এগিয়ে এসে খেলতেও দ্বিধা করেননি কোহলি।
ভারতের ইনিংস
প্রথম ওভারেই নাসিম শাহকে চার ও ছক্কা হাঁকিয়ে নিজের মনোভাব স্পষ্ট করে দেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কেএল রাহুল এবং রোহিত, উভয়েই পাওয়ার প্লের পূর্ণ লাভ নিতে আগ্রাসী ভঙ্গিমায় ব্যাট করেন। ৫০ রানের ওপেনিং পার্টনারশিপও দেন দুইজনে। ভারত পাওয়ার প্লেতে ৬২ রান তোলে। তবে রোহিত ও রাহুল দুইজনেই বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। উভয়েই ব্যক্তিগত ২৮ রান করে সাজঘরে ফেরেন।
তবে ভারতীয় মিডল অর্ডার আজ সম্পূর্ণ ব্যর্থ। সূর্যকুমার যাদব ১৩ ও ঋষভ পন্থ ১৪ রান করে সাজঘরে ফেরেন। দীপক হুডাও ১৬ রানের বেশি করতে পারেননি। অনেক আশা ছিল গত ম্যাচে ভারতের নায়ক হার্দিকের থেকে। তিনি তো শূণ্য রানেই সাজঘরে ফেরেন। পাকিস্তানের হয়ে আজও ভাল বল করেন মহম্মদ নওয়াজ। চার ওভারে মাত্র ২৫ রান খরচ করে সূর্যর গুরুত্বপূর্ণ উইকেটটি নেন তিনি। তবে ৩১ রান খরচ করে দুই উইকেট নেওয়া শাদাব খানই পাকিস্তানের হয়ে এই ম্যাচের সফলতম বোলার। মূলত কোহলির ইনিংসে ভর করেই ভারত নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১৮১ রান তোলে।
আরও পড়ুন: ব্যাট হাতে দুরন্ত ইনিংস কোহলির, সাত উইকেটের বিনিময়ে ১৮১ রান তুলল ভারত