পার্ল: শুরুটা ভারতের জন্য় দুর্দান্ত ছিল। কিন্তু পঞ্চম উইকেটে দুর্দান্ত পার্টনারশিপ গড়লেন ভ্যান ডার ডুসেন ও তেম্বা বাভুমা। যার সৌজন্য়ে ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২৯৬ রান বোর্ডে তুলে নিল দক্ষিণ আফ্রিকা। শতরান হাঁকালেন ২ প্রোটিয়া তারকাই। তেম্বা ১১০ রান করে আউট হয়ে গেলেও, ১২৯ রান করে অপরাজিত থাকেন ভ্যান ডার ডুসেন। ভারতীয় বোলারদের মধ্যে ২ উইকেট নেন জশপ্রীত বুমরা, ১ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া কেউই আর কোনও উইকেট পাননি। 


এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। ওপেনিংয়ে নেমেছিলেন জানেমান মালান ও ডি কক। দলীয় ১৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। মাত্র ৬ রান করে ফিরে যান মালান। তাঁকে ফিরিয়ে দেন বুমরা। এরপর বাভুমা এসে ডি ককের সঙ্গে স্কোর বোর্ডে এগিয়ে নিয়ে যেতে থাকেন। অশ্বিনের বলে ২৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান ডি কক। মাত্র ৪ রান করে ভেঙ্কটেশ আইয়ারের দুর্দান্ত থ্রোয়ে রান আউট হয়ে ফিরে যান মার্করাম। মাত্র ৬৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসেছিলেন দক্ষিণ আফ্রিকা। এরপর ক্রিজে আসেন ডুসেন। বাভুমা ও ডুসেন মিলে দলকে এগিয় নিয়ে যেতে থাকেন।


২ জনে মিলে বোর্ডে ২০৪ রান যোগ করেন। দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রানের পার্টনারশিপ এটি। ১৪৩ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ১১০ রান করেন বাভুমা। তিনি  বুমরার বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেও, ফেরানো যায়নি ডুসেনকে। ৯৬ বলে ১২৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ৪টে ছক্কা হাঁকিয়েছেন ডুসেন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯৬ তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো ইয়েনসেনেরও অভিষেক হয়েছে ওয়ান ডে ক্রিকেটে।