লখনউ: ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচে (IND vs SA 1st ODI) বেশ কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে ভারতীয় ব্যাটিং আক্রমণ। বৃষ্টিবিঘ্নিত ৪০ ওভারের ম্যাচে চার উইকেটের বিনিময়ে ২৪৯ রান তুলল দক্ষিণ আফ্রিকা। সৌজন্যে হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen) ও ডেভিড মিলার (David Miller)। দুই প্রোটিয়া মিডল অর্ডার ব্যাটারই দুরন্ত অর্ধশতরান করে দলকে রক্ষা করলেন।


ভাল শুরু


ম্যাচে টসে হারলেও, প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া দলের দুই ওপেনার কুইন্টন ডি কক ও জানেমন মালান শুরুটা খারাপ করেননি। দুইজনে মিলে ওপেনিংয়ে ৪৯ রান যোগ করেন। তবে ২২ রানে মালানকে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন শার্দুল ঠাকুর। প্রায় সঙ্গে সঙ্গে ফেরেন তেম্বা বাভুমা ও এইডেন মারক্রাম। বাভুমাকে আট রানে ফেরান শার্দুলই। শূন্য রানে মারক্রামকে বোল্ড করেন কুলদীপ যাদব। অপরদিকে, ডি কক কিন্তু নিজের ইনিংস চালিয়ে যাচ্ছিলেন। তবে অর্ধশতরানের মুখেই রবি বিষ্ণোইয়ের শিকার হন ডি কক।


ক্লাসেন-মিলারের পার্টনারশিপ


প্রোটিয়া তারকা ক্রিকেটারকে ৪৮ রানে এলবিডব্লু করেই আন্তর্জাতিক ওয়ান ডেতে নিজের প্রথম উইকেট নেন বিষ্ণোই। এই ম্যাচেই তাঁর অভিষেক ঘটেছে। শুরুটা ভাল করলেও, ১১০ রানে চার উিকেট হারিয়ে হঠাৎ করেই চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। এমন অবস্থা থেকেই দলের হাল ধরেন হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার। দুরন্ত ছন্দে রয়েছেন মিলার। এই সফরেই টি-টোয়েন্টি সিরিজে ইতিমধ্যেই শতরান করে ফেলেছেন তিনি। এই ম্যাচেও তিনি তাঁর ফর্ম অব্যাহত রাখলেন। মাত্র ৬৩ বলে ৭৫ রানের ইনিংস খেললেন মিলার।


 



 


ভারতীয় আক্রমণকে চাপে ফেলার কাজটা অবশ্য ক্লাসেনই শুরু করেন। ৬৫ বলে ৭৪ রান করেন তিনি। দুইজনে মিলে পঞ্চম উইকেটে প্রোটিয়াদের হয়ে মোট ১৩৯ রান যোগ করেন। এর সুবাদেই ৪০ ওভারে ২৪৯ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে সফলতম বোলার শার্দুল ঠাকুর। তিনি আট ওভারে ৩৫ রানের বিনিময়ে দুই উইকেট নেন। প্রথম ওয়ান ডে জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য ২৫০ রান। 


আরও পড়ুন: জাতীয় দলে ডাক পেয়ে আপ্লুত হলেও, আবেগে ভাসতে নারাজ পতিদার