জোহানেসবার্গ: টি-টোয়েন্টি সিরিজ (T20 Series) ড্র হয়েছিল। এবার লড়াই পঞ্চাশ ওভারের ফর্ম্যাটের। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে খেলতে নামছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। কে এল রাহুলের (KL Rahul) নেতৃত্বে এই সিরিজে খেলবে ভারতীয় দল (Indian Cricket Team)। কুড়ির ফর্ম্য়াটে নেতৃত্বে ছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তিনি যদিও এই সিরিজে দলে নেই। তবে তার থেকেও বড় কথা সিরিজে ভারতীয় দলে দেখা যাবে না ২ অভিজ্ঞ তারকা ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। অন্যদিকে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিংহ, মুকেশ কুমারের মত অনেক নতুন মুখ। ফিরে এসেছেন সঞ্জু স্যামসনও।
কাদের ম্যাচ?
আজ তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা
ম্য়াচটি আয়োজিত হবে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে টস হবে
কোথায় দেখবেন?
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে
অনলাইন স্ট্রিমিং?
টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে ডিজ়নি প্লাস হটস্টার অ্যাপে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার
ক্রমাগত বৃষ্টি হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন শহরে। জোহানেসবার্গেও বৃষ্টি হয়েছে। ফলে সাধারণত ওয়ান্ডারার্সের পিচ ব্যাটিং সহায়ক হলেও বোলারদের জন্য ক্রমেই আদর্শ হয়ে উঠছে তা। ভারতের সাম্প্রতিক সময়ের দুরন্ত পেস অ্যাটাকের জন্য যা আদর্শ বলা যেতেই পারে।
মহম্মদ শামি নেই, নেই যশপ্রীত বুমরাও। দীপক চাহারও নাম তুলে নিয়েছেন। ফলে মুকেশ কুমার, অর্শদীপ সিংহ, আকাশ দীপ এদের কাছে নিজেকে প্রমাণ করার সুযোগ থাকছে। এছাড়াও আইপিএলে গুজরাত টাইটানসের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করা ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাল খেলা সাই সুদর্শনকে দলে নেওয়া হয়েছে। তিনিও চাইবেন সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে।
এদিকে স্কোয়াডে সুযোগ পেয়েও শেষে প্রোটিয়া সফরে ওয়ান ডে সিরিজ থেকে নাম তুলে নিলেন দীপক চাহার। দীপক চাহারের চোট নেই। কিন্তু তাঁর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে খেলা নিয়েও সংশয় ছিলই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়েই তিনি দ্রুত ক্যাম্প ছেড়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। চাহারের বাবার শারীরিক অবস্থা ভাল না। সেই কারণে তিনি ওয়ান ডে সিরিজ় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিসিসিআইয়ের তরফে আজ সরকারিভাবে দুই সিদ্ধান্তের কথাই জানিয়ে দেওয়া হয়েছে। চাহারের বদলে জাতীয় দলে সুযোগ পেয়েছেন বাংলার আকাশ দীপ।