সেঞ্চুরিয়ন: আভাস মিলেছিল আগেই। বড় কিছু মিরাক্যাল না হলে আগামীকাল সেঞ্চুরিয়ন টেস্ট জিতে সিরিজে এগিয়ে যেতে চলেছে ভারত। দক্ষিণ আফ্রিকার (south africa) বিরুদ্ধে প্রথম টেস্টে জয় পেতে বিরাট শিবিরের চাই আর মাত্র ৬ উইকেট। ৩০৫ রানের লক্ষ্যমাত্র তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ৯৪ রান বোর্ডে তুলতেই ৪ উইকেট হারিয়ে বসেছে দক্ষিণ আফ্রিকা। একমাত্র কুম্ভ হয়ে ক্রিজে দাঁড়িয়ে লড়াই করছেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। তিনি ৫২ রানে অপরাজিত রয়েছেন। 


দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই শামির বলে বোল্ড হয়ে যান এইডেন মার্করাম। এরপর আরও ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ১৭ রানে সিরাজের বলে আউট হয়ে ফিরে যান কিগান পিটারসেন। ১১ রান করে ভান ডার ডুসেন আউট হন বুমরার বলে। দিনের শেষ বলে বুমরা তুলে নেন কেশব মহারাজকেও। 


তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ১৬ রান তুলেছিলেন ভারত। আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে মাঠে নামা শার্দুল ঠাকুর এদিন প্রথমে ফিরে যান। রাহুল ২৩ রান করে ফিরে যান। এরপর পূজারা ও বিরাট ২ জনের কেউই রান পেলেন না। পূজারা ১৬ রান করে আউট হন। বিরাট ১৮ রান করে আউট হলেন। অনেকটা প্রথম ইনিংসের মতোই ফের খোঁচা মেরে আউট হলেন। কোনও শতরান ছাড়াই ফের একটা বছর শেষ করলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক।


অজিঙ্ক রাহানে ছন্দে ছিলেন। কিন্তু আচমকা বাউন্সারে ক্যাচ আউট হয়ে ২০ রানে ফিরে যান। শেষ দিকে পন্থ দ্রুত  ৩৪ রান করেন। কিন্তু বাদবাকি কেউই আর বড় রান পাননি। শেষ পর্যন্ত ১৭৪ রানে দ্বিতীয় ইনিংসে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া।


আরও পড়ুন: লাল হলুদের কোচের দায়িত্ব নিয়ে কী বার্তা দিলেন রেনেডি?