সেঞ্চুরিয়ন: ৩১ বছরের অপেক্ষা আরও দীর্ঘায়িত হল। চলতি সফরেও দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জেতা হচ্ছে না ভারতের (IND vs SA)। যা নিশ্চিত হয়ে গেল তিনদিনের মধ্যে ইনিংস ও ৩২ রানে ভারতের পরাজয়ের পরই। টিম ইন্ডিয়ার (Team India) সামনে এখন সিরিজ বাঁচানোই কঠিন।


বিরাট পরাজয়ের পরই আত্মসমালোচনায় বসলেন রোহিত শর্মা (Rohit Sharma)। বললেন, 'আমরা জেতার মতো খেলিনি। প্রথমে ব্যাট করতে নেমে কে এল ভাল খেলে। ওর জন্যই ওই স্কোরে পৌঁছতে পেরেছিলাম। তবে বল হাতে পরিবেশ কাজে লাগাতে পারিনি। তারপর ব্যাট হাতেও পারফর্ম করতে পারলাম না। টেস্ট ম্যাচ জিততে হলে দলগতভাবে ভাল খেলতে হবে। সেটা করতে পারিনি আমরা।'


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জার হারের পর রোহিত বলেছেন, 'ছেলেরা আগেও এখানে খেলে গিয়েছে। কী হতে পারে সেটা আমরা জানি। প্রত্যেকেরই নিজস্ব পরিকল্পনা রয়েছে। আমাদের ব্যাটারদের পরীক্ষার মুখে ফেলা হয় আর পরিস্থিতির সঙ্গে আমরা মানিয়ে নিতে পারিনি। এটা বাউন্ডারি মারার মতো মাঠ। ওরাও অনেক চার মেরেছে। তবে প্রতিপক্ষকে বুঝতে হবে, ওদের শক্তির দিকটা বিবেচনা করতে হবে।'


ইতিবাচক কিছু দেখতে পাচ্ছেন? রোহিত বলছেন, 'দুই ইনিংসেই আমরা ব্যাট করতে পারিনি। সেই জন্যই এখানে দাঁড়িয়ে রয়েছি। তিনদিনের মধ্যে ম্যাচ শেষ হয়ে যাওয়ায় ইতিবাচক কিছুই খুঁজে পাচ্ছি না।' যোগ করেছেন, 'তবে কে এল দেখিয়ে দিয়েছে এই ধরনের পিচে কীভাবে ব্যাটিং করতে হয়। আমাদের বোলারদের অনেকেই এর আগে এখানে আসেনি। তাই খুব বেশি সমালোচনা করব না। এবার ফের গুছিয়ে নেওয়াটাই গুরুত্বপূর্ণ। ক্রীড়াবিদ হিসাবে এরকম সময় আসে। পরের টেস্টের জন্য আমাদের তৈরি হতে হবে।'


প্রথম টেস্টেই স্বপ্নভঙ্গ। লড়াই দূর অস্ত। প্রোটিয়াদের বিরুদ্ধে আত্মসমর্পণ করে বসলেন ভারতীয় ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানের ঘাটতি নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ১৩১ রানে গুটিয়ে গেল ভারতের ব্যাটিং। সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে তিনদিনের মধ্যে ভারতকে ইনিংস ও ৩২ রানে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। তাও ১০ জন ক্রিকেটার নিয়ে। চোটের জন্য তাদের অধিনায়ক তেম্বা বাভুমা মাঠেই নামতে পারেননি যে! সেই সঙ্গে নিশ্চিত হয়ে গেল, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ হারছে না কোনওভাবেই। সিরিজে ১-০ এগিয়ে গেলেন প্রোটিয়ারা। ভারতের কাছে এখন দ্বিতীয় টেস্টে জিতে সিরিজ অমীমাংসিতভাবে শেষ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।


আরও পড়ুন: লিফটে আটকে আম্পায়ার, বন্ধ থাকল ম্যাচ! বক্সিং ডে টেস্টে অভূতপূর্ব ঘটনা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে