মোহালি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে অসাধারণ ব্যাটিং করে ভারতীয় দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন অধিনায়ক বিরাট কোহলি। তবে তার আগে তিনি ফিল্ডিংয়েও নজর কেড়ে নেন। দক্ষিণ আফ্রিকা ব্যাটিং করার সময় বিপজ্জনক হয়ে ওঠা কুইন্টন ডি কককে এক হাতে নেওয়া অসামান্য ক্যাচে ফিরিয়ে দেন বিরাট। ৫২ রান করে আউট হন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। তিনি ফিরে যাওয়ার পরেই ছন্দ হারায় প্রোটিয়াদের ব্যাটিং।

এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ভালই এগিয়ে যাচ্ছিল দক্ষিণ আফ্রিকার ইনিংস। ডি কক ও টেম্বা বাভুমার (৪৯) জুটিতে যোগ হয় ৫৭ রান। এই জুটি যখন দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই নবদীপ সাইনির বলে মিড অফে ফিল্ডিং করা বিরাট বাঁ হাতে অসামান্য ক্যাচ নিয়ে ভারতীয় দলকে ম্যাচে ফেরান। পরের ওভারের শুরুতেই নিজের বলে দুর্দান্ত ক্যাচ নিয়ে র‌্যাসি ভ্যান ডার ডুসেনকে (১) ফেরান রবীন্দ্র জাডেজা। ৯০ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর আর বড় রান করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ফলে ভারতের জয় সহজ হয়ে যায়।