জোহানেসবার্গ : দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দাপট দেখালেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। ২০২ রানেই শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। এদিকে দিনের শেষে মাত্র ১ উইকেট খুইয়ে ৩৫ রান তুলে নিল দক্ষিণ আফ্রিকা। ক্রিজে ব্যক্তিগত ১১ রানে ডিন এলগার ও ১৪ রানে অপরাজিত কিগান পিটারসন। এদিকে টেস্ট ক্রিকেটের পক্ষে আজকের দিনটা ছিল রোমাঞ্চে ভরপুর। কারণ, একদিনেই ১১টা উইকেট পড়ল। 


ভারতরে ২০২ রানে অলআউট করে দেওয়ার পর শুরুটা খারাপ হয় দক্ষিণ আফ্রিকার (South Africa)। চতুর্থ ওভারেই আউট হয়ে যান ওপেনার এইডেন মাকরাম। তাঁর উইকেট তুলে নেন মহম্মদ শামি। যদিও এরপরই হাল ধরেন এলগার ও পিটারসন। 


প্রথম দিনের লাঞ্চের বিরতিতে ৩ উইকেট হারিয়ে ৫৩ রান তুলেছিল ভারত। কিন্তু ব্রেকের পরেও রান তোলার গতি বাড়াতে পারেনি ভারত। ২০ ওভারে ভারত সংগ্রহ করেছিল ৪০ রান। ৩০ ওভারে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৬০ রান। এরপর ৯টি বাউন্ডারির সাহায্যে ১২৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লোকেশ রাহুল। কিন্তু ৪৫.৫ ওভারে জানসেনের বলে রাবাদার হাতে ধরা পড়েন ভারত অধিনায়ক। চা বিরতিতে ভারতের রান ছিল ৫ উইকেটে ১৪৬। চা বিরতির পর কে এল রাহুল (K L Rahul) ও হনুমা বিহারীকে (Hanuma Vihari) তুলে নিয়ে ভারতের ওপর চাপ বাড়ান দক্ষিণ আফ্রিকার পেসাররা। লড়াকু ইনিংস খেলেন  রবিচন্দ্রন অশ্বিন। মাত্র ৫০ বল ছেলে ৪৬ রান তোলেন তিনি।


আরও পড়ুন ; পিঠের ব্যথায় জোহানেসবার্গ টেস্টে নেই বিরাট, নেতৃত্বে রাহুল, ব্যাটিং ভারতের


এদিকে ভারত-দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গ টেস্টের আগেই ভারতীয় শিবিরে ধাক্কা নেমে আসে। পিঠের ব্যথায় কাবু হয়ে পড়েন বিরাট কোহলি। তাঁর বদলে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন কে এল রাহুল। ম্যাচে ভারতের সহ অধিনায়ক জশপ্রীত বুমরা। টস জিতে এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। বিরাটের বদলে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন হনুমা বিহারী। 


গতকাল নেটে অনুশীলনে করেছিলেন। এদিন সকাল পর্যন্তও কোনেও আভাস পাওয়া যায়নি। এদিন হঠাৎ দেখা যায় যে ডিন এলগারের সঙ্গে টস করতে যাচ্ছেন সহ অধিনায়ক কে এল রাহুল। টসের পর রাহুলের কাছে এই নিয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, ''বিরাট পিঠের ব্যথায় কাবু। ও এই ম্যাচ খেলছে না।'' 


গতকালই নিজের ট্যুইটারে অনুশীলনের কয়েকটি ছবি পোস্ট করেন বিরাট কোহলি (virat kohli)। সঙ্গে ক্যাপশনে লেখেন, ''নতুন বছর, একই লক্ষ্য''। চারটে ছবি পোস্ট করেন টেস্টে ভারতীয় দলের অধিনায়ক। ওয়ান্ডারার্সে নামার আগে কড়া অনুশীলনে ব্যস্ত দেখা গিয়েছিল বিরাটকে। কিন্তু এদিন ২২ গজে নামতেই পারলেন না তিনি। দীর্ঘদিন ধরেই পিঠের চোট ভোগাচ্ছে বিরাটকে।