কেপটাউন: বল হাতে প্রত্যাঘাত। আর তাতেই ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চের বিরতিতে ১০০ রান বোর্ডে তুলতেই ৩ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ভারতের ২২৩ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষেই তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ১ উইকেট খুইয়ে বসেছিল দক্ষিণ আফ্রিকা। মাত্র ৩ রান করে প্যাভিলিয়ন ফিরে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার। তাঁকে ফিরিয়ে দিয়েছিলেন জশপ্রীত বুমরা। এদিনও খেলায় প্রথম আঘাত হানেন বুমরাই। এইডেন মার্করামকে বোল্ড করে দেন তিনি। ডানহাতি প্রোটিয়া ওপেনার ৮ রান করে ফিরে যান। আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে মাঠে নামা কেশব মহারাজ ভাল খেলছিলেন। কিন্তু তাঁকে ফিরিয়ে দেন উমেশ যাদব। সিরাজের বদলি হিসেবে দলে ঢুকেই উইকেট তুলে নিলেন উমেশ। ৪টে বাউন্ডারির সাহায্যে ২৫ রান করে ফিরে যান মহারাজ। একসময়ে ৪৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসেছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে রাসি ফ্যান ডার ডুসেনকে সঙ্গে দলের স্কোর এগিয়ে নিয়ে যান কিগান পিটারসেন।


এদিকে, নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বোলারদের বিরুদ্ধে একা লড়াই করলেন ভারত অধিনায়ক। ২০১ বলে ৭৯ রান করে আউট হলেন। তাঁর টেস্ট কেরিয়ারের ২৮তম হাফসেঞ্চুরি। তবে কোহলির ইনিংস আর কিছুটা চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) লড়াই ছাড়া ভারতীয় ইনিংসে আর বলার মতো কিছু নেই। ৭৭ বলে ৪৩ রান করে আউট হন পূজারা। টস জিতে প্রথম ব্যাটিং করে প্রথম ইনিংসে ভারত অল আউট হয়ে গেল ২২৩ রানে।


দক্ষিণ আফ্রিকার হয়ে আগুনে স্পেল করলেন কাগিসো রাবাডা। বিরাট কোহলির উইকেট-সহ তাঁর ঝুলিতে চার শিকার। নবাগত মার্কো জানসেন তিন উইকেট নিয়েছেন। একটি করে উইকেট ডুয়ান অলিভিয়ের, লুনগি এনগিডি ও কেশব মহারাজ। 


আরও পড়ুনঃ টেস্টে বোলারদের তালিকায় ৩ নম্বরে কাইল জেমিয়েসন, ১০ ধাপ উন্নতি শার্দুল ঠাকুরের