সেঞ্চুরিয়ন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে তিনদিনের মধ্যে হারের ধাক্কা কাটিয়ে উঠতে মরিয়া টিম ইন্ডিয়া (Team India)। দ্বিতীয় টেস্টের জন্য ভারতীয় দলে এলেন আবেশ খান (Avesh Khan)। ৩ জানুয়ারি থেকে কেপ টাউনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট ম্যাচ। সিরিজ বাঁচাতে হলে সেই টেস্টে জিততেই হবে ভারতীয় দলকে।
গোড়ালির চোটের জন্য গোটা টেস্ট সিরিজেই নেই মহম্মদ শামি। বিশ্বকাপের পর থেকেই গোড়ালির সমস্যায় বিব্রত বাংলার পেসার। বিশ্বকাপ ফাইনালের পর থেকে তাঁকে আর মাঠে দেখা যায়নি। শামির যে গোড়ালির চোট রয়েছে, সেই খবর প্রথম লিখেছিল এবিপি লাইভ বাংলাই। তাঁর পরিবর্ত হিসাবেই আবেশকে দলে নিল ভারতীয় দল।
আবেশ এখন দক্ষিণ আফ্রিকাতেই আছেন। ভারতীয় এ দলের হয়ে সিরিজ খেলতে গিয়েছিলেন। তার আগে ওয়ান ডে সিরিজে ভারতের সিনিয়র দলেই ছিলেন তিনি। আপাতত বেনোনিতে ভারত এ-র হয়ে দ্বিতীয় চারদিনের ম্যাচ খেলছেন। সেই ম্যাচের তৃতীয় দিন ৫ উইকেট নিয়েছেন আবেশ।
৩৮টি প্রথম শ্রেণির ম্যাচে ১৪৯ উইকেট রয়েছে আবেশের। ২২.৬৫ গড়ে। সাতবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির রয়েছে তাঁর। গত রঞ্জি ট্রফিতে ৩৮ উইকেট নিয়ে তিনিই ছিলেন মধ্য প্রদেশের সর্বোচ্চ উইকেটশিকারি।
দ্বিতীয় টেস্টের আগে অধিনায়কের চোট নিয়ে বিব্রত প্রোটিয়া শিবির। ভারতের বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট ম্যাচেও বেশিরভাগ সময় কাটিয়েছেন মাঠের বাইরে (IND vs SA)। হ্যামস্ট্রিংয়ে চোট লাগায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ব্যাট করতে পারেননি। এবার দ্বিতীয় টেস্ট থেকেও ছিটকে গেলেন তেম্বা বাভুমা (Tzemba Bavuma)। তাঁর পরিবর্তে কেপ টাউনে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন ডিন এলগার। যিনি এক সময় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ছিলেন। সেঞ্চুরিয়নে ব্য়াট হাতেও ছিলেন দুরন্ত ছন্দে। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচের সেরাও হন এলগার।
বাভুমার পরিবর্ত হিসাবে জুবেইর হামজাকে দ্বিতীয় টেস্টের জন্য দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে টেস্টের প্রথম দিন ফিল্ডিং করার সময় একটি বল আটকাতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান বাভুমা। তিনি ব্যাট করতেও নামেননি। ৯ উইকেট পড়তেই তাই অল আউট ঘোষণা করা হয় দক্ষিণ আফ্রিকাকে। তাতে অবশ্য ম্যাচ জিততে সমস্যা হয়নি প্রোটিয়াদের।
ভারতের ৩১ বছরের অপেক্ষা আরও দীর্ঘায়িত হল। চলতি সফরেও দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জেতা হচ্ছে না ভারতের (IND vs SA)। যা নিশ্চিত হয়ে গেল তিনদিনের মধ্যে ইনিংস ও ৩২ রানে ভারতের পরাজয়ের পরই। টিম ইন্ডিয়ার (Team India) সামনে এখন সিরিজ বাঁচানোই কঠিন।
আরও পড়ুন: ম্যাচ জিতেও ধাক্কা দক্ষিণ আফ্রিকার, দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন অধিনায়ক
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে