মুম্বই: সেঞ্চুরিয়ন টেস্টে যেভাবে হেলায় ভারতীয় দল দক্ষিণ আফ্রিকাকে (south africa) হারিয়ে দিয়েছে তা প্রশংসা কুড়িয়েছে। প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিংহ (harbhajan singh) মনে করেন, কোনও ডিপার্টমেন্টেই এই প্রোটিয়া শিবিরকে ভারতের সমকক্ষ নয়। সদ্য ক্রিকেটকে বিদায় জানানো ভাজ্জি আরও মনে করেন যে এবার ভারতীয় দলের কাছে সুবর্ণ সুযোগ রয়েছেন দক্ষিণ আফ্রিকার মাটি থেকে সিরিজ জিতে ফেরার।
এক সাক্ষাৎকারে হরভজন বলেন, "আমরা আগেও আলোচনা করেছিলাম যে এই সিরিজে ভারতীয় দলের কাছে অনেক সুযোগ আসবে। আগে ওখানে গিয়ে কঠিন পরিস্থিতিতে খেলতে হয়েছে। কিন্তু এখন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের যা কন্ডিশন তাতে ভারতের কাছে উন্নতমানের বোলার রয়েছে যারা বিপক্ষের ২০ উইকেট তুলে নিতে পারবে। সেঞ্চুরিয়নে শামি ইনিংসে ৫ উইকেট নিয়েছে, দুর্দান্ত বোলিং করেছে। বুমরাও চতুর্থ দিনে দারুণ বোলিং করেছে। সিরাজও অনবদ্য।"
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ১১৩ রানে জয় হসিল করে নিয়েছে টিম ইন্ডিয়া। ভাজ্জি বলছেন, ''পুরো দক্ষিণ আফ্রিকা দলটিকে দেখলে বোঝা যায় যে এই দল ভারতীয় দলের সমকক্ষ কখনোই নয়। এই ভারতীয় দল অনেক অনেক শক্তিশালী। এবার টেস্ট সিরিজ জয়ের সুযোগ রয়েছে ভীষণভাবে। যদি এবার না হয়, তবে পরবর্তীতে তা ভীষণ কঠিন হবে।''
এদিকে, ম্যাচ জিতে, ইতিহাস গড়েও স্বস্তি নেই। দক্ষিণ আফ্রিকার (south africa) বিরুদ্ধে সেঞ্চুরিয়ন (centurion) টেস্টে জয় হাসিল করা ভারতীয় দলকে শাস্তির মুখে পড়তে হল। স্লো ওভার রেটের জন্য ফাইন করা হল বিরাটদের। তাদের ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়া হল। শুধু তাইই নয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও এক পয়েন্ট ভারতীয় দলের কেটে নেওয়া হল। ম্যাচ রেফারি অ্যান্ড্রু পাইক্রফট ছিলেন সেঞ্চুরিয়ন টেস্টের দায়িত্বে। তিনিই এই সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার (south africa) বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ১১৩ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বিরাট বাহিনী। এই জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সামান্য উন্নতি করেছে টিম ইন্ডিয়া। তবে পয়েন্টের শতাংশ একটু বাড়লেও তালিকায় ৪ নম্বরেই রয়েছে তারা।