মুম্বই: রোহিত শর্মা চোট পাওয়ায় তাঁর ভাগ্য খুলেছে। ভারতী দলে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট স্কোয়াডে সুযোগ মিলেছে প্রিয়ঙ্ক পাঞ্চালের (Priyank Panchal)। জাতীয় দলে সুযোগ পেয়ে গুজরাটের (gujrat) এই তরুণ ব্যাটার বলছেন যে, টেস্টে জাতীয় দলের জার্সি দিতে পারা অত্যন্ত সম্মানের। নিজের সোশ্যাল মিডিয়ায় বিসিসিআইকে ধন্যবাদ জানিয়ে ৩১ বছরের এই ভারতীয় ব্যাটার বলেন, ''সবাইকে আন্তরিক ধন্যবাদ তাঁদের শুভ কামনার জন্য। ভারতীয় দলের জার্সি গায়ে দিতে পারাটা অত্যন্ত সম্মানের। আসন্ন সিরিজের দিকেই লক্ষ্য এখন আমার।''
পাঞ্চালকে একেবারেই আনকোরা বলা যাবে না। ১০০ প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁরা। ২৪ শতরান সহ করেছেন ৭০১১ রান। তিনি রঞ্জি ট্রফি জয়ী পার্থিব পটেলের নেতৃত্বাধীন গুজরাত দলের সদস্য। তিনি ভারত এ দলের অধিনায়কত্বও করেছেন।
রোহিতের এক ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে যে, তারকা ব্যাটার রোহিতের হাতে কিছু সমস্যা রয়েছে। মেডিক্যাল টিম তা মেটানোর চেষ্টা করছে। এরইমধ্যে বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে টেস্টে ৯৬ রান করেছিলেন পাঞ্চাল। তাঁকেই রোহিতের পরিবর্ত হিসেবে টেস্ট স্কোয়াডে ডাকা হয়েছে। বোর্ডের এক আধিকারিক জানান, আজ রাতের মধ্যেই মুম্বইয়ের হোটেলে পাঞ্চালকে রিপোর্ট করতে বলা হয়েছে। তিনি সদ্যই দক্ষিণ আফ্রিকাতে খেলেছেন এবং রানও করেছেন। তাই তাঁকে দলে যোগ দিতে বলা হয়েছে।
এদিকে, দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ান ডে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোহলি। মেয়ের জন্মদিন সেলিব্রেশন করতে চান বলে জানিয়েছেন বিরাট। কিন্তু সেটাই কি আসল কারণ? বিরাটের মেয়ে ভামিকার জন্মদিন ১১ জানুয়ারি। সেদিনই টেস্ট সিরিজের শেষ টেস্ট খেলবেন বিরাট। যা বিরাটের ১০০ তম টেস্টও। তাহলে কেন ভামিকার জন্মদিনের কথা উল্লেখ করে ১৯ জানুয়ারি থেকে শুরু হতে চলা ওয়ান ডে সিরিজ থেকে ছুটি চাইলেন কোহলি? উত্তর মেলা কঠিন।
আরও পড়ুন: প্রিমিয়র লিগে রেকর্ড ৪২ জন করোনা আক্রান্ত গত সপ্তাহে