করাচি: ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জয় দিয়ে অভিযান শুরু করল পাকিস্তান। ৬৩ রানের ওয়েস্ট ইন্ডিজকে (west indies) হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান (pakistan)। প্রথমে ব্যাট করে ২০০ রান বোর্ডে তুলে নেয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩৭ রানে শেষ হয়ে যায় ক্যারিবিয়ান ইনিংস।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক নিকোলস পুরান। পাক অধিনায়ক বাবর আজম খাতা খুলতে না পারলেও ঝোড়ো ৭৮ রানের ইনিংস খেলেন মহম্মদ রিজওয়ান। ১০টি বাউন্ডারির সাহায্যে ৫২ বলে ৭৮ রানের ইনিংস খেলেন তিনি। ৪ নম্বরে নেমে হায়দার আলি ৩৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেন। ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি। লোয়ার অর্ডারে নওয়াজ ১০ বলে ৩০ রানের ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বোর্ডে ২০০ রান তুলে নেয় পাকিস্তান।
জবাবে ব্যাট করতে নেমে শাই হোপ ওপেনিংয়ে ৩১ রান করে আউট হন। অধিনায়ক পুরান ১৮ রান করেন। রভমন পাওয়েল ২৩, রোমারিও শেফার্ড ২১ ও ওডেন স্মিথ ২৪ রানের ইনিংস খেলেন। তবে ১৯ ওভারে ১৩৭ রানের বেশি বোর্ডে তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। পাক বোলারদের মধ্যে মহম্মদ ওয়াসিম জুনিয়র ৪ উইকেট নিয়ে নজর কাড়েন। ৩ উইকেট নেন শাদাব খান। ১টি করে উইকেট পান হ্যারিস রাউফ, মহম্মদ নওয়াজ ও শাহিন আফ্রিদি।
এই জয়ের সঙ্গে সঙ্গেই নতুন এক রেকর্ড গড়ল পাকিস্তান। এক ক্যালেন্ডার বর্ষে মোট ১৮টি টি-টোয়েন্টি জেতা প্রথম দল তারা। এর আগে ২০১৮ সালে শেষবার সর্বাধিক ১৭টি টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছিল পাকিস্তান। সেই রেকর্ড নিজেরাই ছাপিয়ে গেল পাক দল। আজই দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে নামবে ২ দল।
আরও পড়ুন: দেশের মাটিতে মার্চে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলবেন রোহিতরা