কেপটাউন: সেঞ্চুরিয়নে পিছিয়ে সিরিজ জয়। কেউ ভাবতেও পারেননি যে শক্তিশালী ভারতীয় দলের বিরুদ্ধে এই দুর্দান্ত পারফরম্যান্স করে দেখাবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। কিন্তু কোনো কিছুই যে অসাধ্য নয়, তা দেখিয়ে দিয়েছে ডিন এলগারের দল। আর ছেলেদের সাফল্যে বেজায় খুশি দলের হেডকোচ মার্ক বাউচার। তিনি বলেন, ''আমরা ৩টি টস হেরেছিলাম। প্রথম ম্যাচ হেরে গিয়েছিলাম। ঠিক পরের দিন থেকেই অনেকেই অনেক কথা বলছিলেন। এছাড়া মিডিয়াতেও নানারকম কিছু লেখা হচ্ছিল। কিন্তু আমরা সব কিছুর জবাব মাঠেই দিয়েছি। প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় ও তৃতীয় টেস্টে এভাবে জিতে কামব্যাক করা। সত্যিই অনবদ্য ছেলেরা।'' 


প্রাক্তন প্রোটিয়া তারকা ক্রিকেটার আরও বলেন, ''দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটের র‍্যাঙ্কিং অনুযায়ী দেখলে এই সিরিজ প্রথম পাঁচে অবশ্যই আসবে। দুর্দান্ত কিছু ম্যাচ খেলা হয়েছে। অনফিল্ড ও অফফিল্ড ২ জায়গাতেই ছেলেরা বাজিমাত করেছে।'' ডিন এলগারের অধীনে ভারতের বিরুদ্ধে এই সিরিজ নিয়ে মাত্র ৬টি টেস্ট খেলল দক্ষিণ আফ্রিকা। এলগারের সাফল্য বলতে এর আগে ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জয়। কিন্তু ভারতের বিরুদ্ধে এই জয় অবশ্যই তাকে ছাপিয়ে গেল। 





সিরিজের প্রথম টেস্ট ম্যাচ জিতে শুরুটা দারুণভাবে করেছিল ভারতীয় দল। কিন্তু ওয়ান্ডারার্সের পর নিউল্যান্ডসেও হেরে সিরিজ খোয়াতে হল ভারতীয় দলকে। আজ চতুর্থ দিনে এই টেস্ট ম্যাচ এবং সিরিজ জেতার জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১১১ রান, হাতে ছিল ৮ উইকেট। ভারতের বোলারদের কাজটা মোটেই সহজ ছিল না। শেষপর্যন্ত সেটা হয়ওনি। এক উইকেট হারিয়ে সহজেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল দক্ষিণ আফ্রিকা। ৪১ রান করে অপরাজিত থাকেন রেসি ভ্যান ডার ডুসেন। ৩২ রান করে অপরাজিত থাকেন টেম্বা বাভুমা। আজ ভারতের হয়ে একটিমাত্র উইকেট নেন শার্দুল ঠাকুর। তিনি ফেরান কিগান পিটারসেনকে (৮২)।