মুম্বই: বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত পারফরম্যান্স করেছেন। দক্ষিণ আফ্রিকা সফরে ওয়াডে (one day) সিরিজের জন্য ভারতীয় দলে ঢোকার অন্যতম দাবিদার হয়ে উঠেছেন বেঙ্কটেশ আইয়ার (venkatesh iyer) ও রুতুরাজ গায়কোয়াড (ruturaj gaikwad)। সোশ্যাল মিডিয়াতেও ২ জনকেই এখনই জাতীয় দলে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে। তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকার মনে করেন বেঙ্কটেশ না হলেও অন্তত রুতুরাজকে জাতীয় দলে এখনই সুযোগ পাওয়া উচিত।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, "এই মুহূর্তেই জাতীয় দলে রুতুরাজকে নেওয়া উচিত। আর কত রান করবে ও ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করার জন্য? এটাই সেরা সময় যে ওকে জাতীয় দলে সুযোগ দিয়ে ওর সেরাটা বের করে আনার।'' বেঙ্গসরকার আরও বলেন, ''ও তিন নম্বরেও ব্যাট করতে পারে। এখন ওর ১৮ বা ১৯ বছর নয়। ওর বয়স ২৪ বছর। আরও ৪ বছর পর ওর ২৮ বছর বয়স হবে, তখন নিশ্চয় ওকে নেওয়ার কোনও মানে হবে না।''
বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড ও বেঙ্কটেশ আইয়ার। প্রথম জন এখনও পর্যন্ত ৩টি শতরান হাঁকিয়েছেন। দ্বিতীয় জনের ব্যাট থেকেও এসেছে দু'টি শতরান। বল হাতেও উইকেট তুলে নিয়েছেন বেঙ্কটেশ। ফলে অনেকেই মনে করছেন, হার্দিক পাণ্ড্যর জায়গায় প্রথম একাদশে দলে ঢোকার সুযোগ বেশি বেঙ্কটেশ আইয়ারের।
চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বে তাঁর ব্যাটিং অনেকের নজর কেড়ে নিয়েছে। সেই রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) চলতি বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত ছন্দে। পরপর তিন ম্যাচে সেঞ্চুরি করলেন তিনি। আর একটি সেঞ্চুরি করলে তিনি স্পর্শ করবেন বিরাট কোহলির কীর্তি।
কোহলির বিজয় হাজারে ট্রফিতে এক মরসুমে চারটি সেঞ্চুরি আছে। একই রেকর্ড রয়েছে দেবদত্ত পড়িক্কল ও পৃথ্বী শয়েরও। এঁদের মধ্যে একমাত্র দেবদত্তের পরপর চার ম্যাচে সেঞ্চুরি করার নজির রয়েছে। পরের ম্যাচে সেঞ্চুরি করতে পারলে সেই রেকর্ড স্পর্শ করবেন চেন্নাই সুপার কিংসের তারকা।