মুম্বই: আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারের ফর্ম্যাটে জাতীয় দলের নেতৃত্বে দেখা যাবে রোহিত শর্মাকে। কিন্তু নতুন দায়িত্ব পেয়ে তা চাপ হিসেবে নিতে নারাজ হিটম্যান। দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগে বিসিসিআই (bcci) টিভিকে দেওয়া সাক্ষাৎকারে রোহিত (rohit) বলেন, ''বিরাট ভারতীয় ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে। ৫ বছর ওঁর নেতৃত্বে খেলেছি আমি। বিরাটের অধীনে প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি আমি।'' তিনি আরও বলেন, ''৫ বছর বিরাট সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ভারতীয় ক্রিকেটকে। আমরা মাঠে নামতাম যখনই একটাই লক্ষ্য থাকত যে দেশের হয়ে জেতা। এখনও পুরো স্কোয়াডের এই লক্ষ্যই থাকবে। দেশের জয়ই ব্যক্তির আগে সব সময়।''


রোহিত আরও বলেছেন, ''একজন ক্রিকেটার হিসেবে চাপ সবসমই থাকবে। কিন্তু আমি আমার কাজের দিকেই মন দিতে চাই। ভারতের হয়ে ক্রিকেট খেলতে গেলে চাপ প্রতি মুহূর্তে থাকবে। কিন্তু তা নিয়ে ভাবলে হবে না। আমি এটা আগেও বলেছি যে একজন ক্রিকেটার হিসেবে আমি মনে করি যে আমার কাজ ক্রিকেট খেলে যাওয়া। লোকে কি বলল তা নিয়ে বেশি ভাবতে চাই না। কারণ তা কন্ট্রোল করার ক্ষমতা আমার নেই।'' তিনি আরও বলেন, ''আমাদের নিজেদের মধ্যে বোঝাপড়াটা ঠিক থাকা উচিত। সেটাই আসল। দেশের হয়ে একসঙ্গে খেলে ম্যাচ জেতানোই আমাদের সবার লক্ষ্য। এর বাইরে আর কিছু ভাবতে চাই না।''


কিছুদিন আগেই বিরাটকে নিয়ে প্রশ্ন ওঠায় রোহিত বলেছিলেন, ''বিরাট কোহলি ছাড়া ভারতীয় দল অসম্পূর্ণ। ওঁর সেরা ফর্ম সবসময় আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ৫০ এর ওপর গড় কিন্তু মুখের কথা নয়। অবিশ্বাস্য। ওঁর যে ক্ষমতা রয়েছে, তা আমরা সবাই জানি। বিভিন্ন দরকারের সময় খারাপ পরিস্থিতিতে দলকে উদ্ধার করেছে বিরাট।''


আরও পড়ুনঃ আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে কোন ৪ ক্রিকেটারের দিকে নজর থাকবে?