নয়াদিল্লি: ভারতের মাটিতে যখনই কোনও বিদেশি দল খেলতে আসেন, তখনই প্রথম চিন্তার কারণ হয়ে দাঁড়ায় স্পিনের বিরুদ্ধে খেলা। ভারতীয় স্পিন আক্রমণের সামনে যে ব্য়াটার যতটা সাবলীল সে ততটাই সফল হতে পেরেছেন। স্পিন আক্রমণ ঠিকভাবে খেলতে না পারলে সিরিজও খোয়াতে হতে পারে, এই বিষয় বেশ ভালমতোই অবগত টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা (South Africa) ক্রিকেট দল। আর তাই এবার চাহাল, কুলদীপ ও অক্ষরদের সামলানোর জন্য নেটে ১৪ বছরের এক কিশোর বিস্ময় স্পিনারকে ডেকে নিল প্রোটিয়া শিবির। সেই কিশোরের নাম রৌনক ওয়াঘেলা। 


খোঁজ নিয়ে জানা গিয়েছে যে রৌনকের বাড়ি দিল্লিতে। সেখানেই ভেঙ্কটেশ্বর ক্রিকেট অ্য়াকাডেমিতে অনুশীলন করে সে। দিল্লির অনূর্ধ্ব১৬ দলেও রয়েছে সে। অর্থডক্স লেগস্পিনারের খোঁজ ছিল প্রোটিয়া শিবিরের। এরপরই ডাক পড়ে রৌনকের। 


ডি কক, বাভুমাদের সঙ্গে অনুশীলনের পর রৌনক বলে, ''আমার কাছে এটা সারাজীবন মনে রাখার মতো মুহূর্ত। বিশ্বমানের ক্রিকেটারদের সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছি। তাঁদের বল করার সৌভাগ্য হয়েছে আমার। আমি কোনওদিন ভুলব না। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল শুধু পেশাদারই নয়, ব্য়বহারও ভীষণ ভাল সবার।''


এরপরই রৌনক আরও বলে, ''সবাই আন্তর্জাতিক স্তরে খেলেন। ওঁদের শট নির্বাচন, দ্রুত বলের লাইন লেংথ পরখ করে নেওয়া এগুলো দেখে একজন বোলার আরও বেশি করে উদ্বুদ্ধ হয়। আমি অনেক কিছু শিখতে পেরেছি। সেরা পর্যায়ে খেলতে হলে দ্রুত নিজের উন্নতি দরকার। যা প্রতি মুহূর্তে আমি করার চেষ্টা করছি।''


উল্লেখ্য, নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগামী ৯ জুন প্রথম টি-টোয়েন্টি। প্রথম ম্যাচ জিতলেই টানা ১৩টি টি-টোয়েন্টি জয়ের নজির গড়বে তারা। বিশ্বের প্রথম দল হিসেবে এই নজির গড়বে ভারতীয় দল। এখনও পর্যন্ত যুগ্মভাবে আফগানিস্তান ও রোমানিয়ার সঙ্গে ১২টি ম্যাচ জিতে একই তালিকায় রয়েছে টিম ইন্ডিয়া। এবার তাদের টপকে যাওয়ার সুযোগ রয়েছে রাহুল বাহিনীর সামনে।