মুম্বই: অনুশীলনের সময় বাম হ্যামস্ট্রিংয়ে চোট পেলেন ভারতের টেস্ট দলের সহ অধিনায়ক রোহিত শর্মা। এরফলে দক্ষিণ আফ্রিকা (south africa) সফরে তিন টেস্টের (test) সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রোহিত। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে প্রিয়াঙ্ক পাঞ্চালকে (priyank panchal)। কিন্তু টেস্ট সিরিজে ওপেনিংয়ে কে নামবেন? রোহিতের বদলি কাকে দেখা যেতে পারে ওপেনার হিসেবে? দেখে নেওয়া যাক, কারা কারা দাবিদার --


প্রিয়ঙ্ক পাঞ্চাল: তরুণ এই ব্যাটারকেই নেওয়া হয়েছে রোহিতের বদলি হিসেবে। ঘরোয়া ক্রিকেটে গুজরাটের হয়ে প্রচুর রান করেছেন তিনি। ৩১ বছরের প্রিয়ঙ্ক ১০০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন এখনও পর্যন্ত। ৭০১১ রান করেছেন। তিনি রঞ্জি ট্রফি জয়ী পার্থিব পটেলের নেতৃত্বাধীন গুজরাত দলের সদস্য। তিনি ভারত এ দলের অধিনায়কত্বও করেছেন। এই পরিস্থিতিতে কে এল রাহুলের ওপেনিং পার্টনার হওয়ার দাবিদার প্রিয়ঙ্ক। ২৬ তারিখ থেকে শুরু হওয়া প্রথম টেস্টে তাঁকে দেখা যেতেই পারে। 


ময়ঙ্ক অগ্রবাল: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে রান না পেলেও দ্বিতীয় টেস্টে দুর্দান্ত খেলেছেন কর্ণাটকের এই ব্যাটার। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ছাড়াও দ্বিতীয় ইনিংসে অর্ধশতরানের ইনিংস খেলেছেন। সিরিজে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন তিনি। মুম্বই ম্যাচের সেরাও হয়েছিলেন। অনেক ক্রিকেট বিশেষজ্ঞরাই বলছেন যে রাহুলের সঙ্গী হতে পারেন ময়ঙ্ক। রোহিতের পরিবর্ত তিনিই হওয়ার যোগ্য।


হনুমা বিহারী: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর থেকে আর সেভাবে সুযোগ পাননি। সেই সিরিজে হনুমার লড়াকু ইনিংসগুলো এখনও টাটকা। আগেও ওপেন করেছেন। তাই রোহিতর বদলি হিসেবে প্রথম টেস্টে ওপেনিংয়ে দেখা যেতে পারে হনুমাকেও। 


এদিকে, রোহিতের পর এবার বিরাট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে সরে দাঁড়ালেন বিরাট কোহলি। বিসিসিআইকে একথা জানিয়ে দিয়েছেন তিনি। যে সময় ওয়ান ডে সিরিজ চলবে ওই সময় বিরাট-কন্যা ভামিকার প্রথম জন্মদিন পড়ছে। ওই সময় পরিবারের সঙ্গে সময় কাটাতে চান বলে জানিয়েছেন বিরাট, খবর বোর্ড সূত্রে| অন্যদিকে, গতকালই হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান রোহিত শর্মা| তারপরই বিরাটের হঠাৎ সিদ্ধান্তকে নিয়ে শুরু হয়েছে জল্পনা। সাদা বলের অধিনায়কত্ব চলে যাওয়াতেই এই পদক্ষেপ বিরাটের? প্রশ্ন ক্রিকেট মহলের একাংশের। বিতর্ক চলছেই|