মুম্বই: আগামী বছর মার্চে ভারতে আসছে আফগানিস্তান (afganistan) ক্রিকেট দল। এদেশে এসে ওয়ান ডে সিরিজ খেলতে নামবে মহম্মদ নবি, রশিদ খানরা। আফগানিস্তান (afganistan) ক্রিকেট টিমের যে ফিউচার ট্যুর প্রোগ্রামের তালিকা প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে ভারতের (india cricket) বিরুদ্ধে তিনটি ওয়ান ডে খেলতে এদেশে মার্চে আসতে চলেছে আফগানিস্তান ক্রিকেট দল। 


ফিউচার ট্যুর প্রোগাম হিসেবে যেই যেই সিরিজগুলো আগামী ২০২২-২৩ মরসুমে খেলবে আফগানিস্তান তার তালিকা প্রকাশিত করা হয়েছে। মোট ১১টি ওয়ান ডে সিরিজ, ৪টে টি-টোয়েন্টি সিরিজ ও ২ টো টেস্ট সিরিজ এই সময়ের মধ্যে খেলবে তারা। ভারত ছাড়াও নেদারল্যান্ড, জিম্বাবোয়ে, অস্ট্রেলিয়া ও নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামবে আফগানিস্তান। 


এদিকে, মুম্বইয়ে অনুশীলনের সময় বাম হ্যামস্ট্রিংয়ে চোট পেলেন ভারতের টেস্ট দলের সহ অধিনায়ক রোহিত শর্মা। এরফলে দক্ষিণ আফ্রিকা সফরে তিন টেস্টের সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে প্রিয়াঙ্ক পাঞ্চালকে। বিসিসিআই সূত্রে এ কথা জানানো হয়েছে।


পাঞ্চালকে একেবারেই আনকোরা বলা যাবে না। ১০০ প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁরা। ২৪ শতরান সহ করেছেন ৭০১১ রান। তিনি রঞ্জি ট্রফি জয়ী পার্থিব পটেলের নেতৃত্বাধীন গুজরাত দলের সদস্য। তিনি ভারত এ দলের অধিনায়কত্বও করেছেন। এবার জাতীয় দলের গ্রহে ঢুকে পড়লেন তিনি। 


 রোহিতের এক ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে যে, তারকা ব্যাটার রোহিতের হাতে কিছু সমস্যা রয়েছে। মেডিক্যাল টিম তা মেটানোর চেষ্টা করছে। এরইমধ্যে বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে টেস্টে ৯৬ রান করেছিলেন পাঞ্চাল। তাঁকেই রোহিতের পরিবর্ত হিসেবে টেস্ট স্কোয়াডে ডাকা হয়েছে। বোর্ডের এক আধিকারিক জানান, আজ রাতের মধ্যেই মুম্বইয়ের হোটেলে পাঞ্চালকে রিপোর্ট করতে বলা হয়েছে। তিনি সদ্যই দক্ষিণ আফ্রিকাতে খেলেছেন এবং রানও করেছেন। তাই তাঁকে দলে যোগ দিতে বলা হয়েছে।