ভারতীয় বোলিং আক্রমণের মূল স্তম্ভ বুমরাহর খেলতে না পারাটা বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলের কাছে একটা বড়সড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। পাঁচদিনের ফরম্যাটে ভারতীয় দল ধারাবাহিকভাবে ভালো ফর্মে রয়েছে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে ২-০ টেস্ট সিরিজ জিতেছে ভারত।
এখন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলছে টিম ইন্ডিয়া। টি ২০ সিরিজ শেষ হওয়ার পর আগামী ২ অক্টোবর থেকে দুই দেশের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। ওই দিন বিশাখাপত্তনমে সিরিজের প্রথম টেস্ট শুরু। এরপর পুনে ও রাঁচিতে আরও দুটি টেস্ট ম্যাচ হবে।
বিদেশের মাটিতে ভারতের সিরিজ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বুমরাহর বিধ্বংসী বোলিং। ২৫ বছরের এই পেসার প্রথম এশিয় বোলার হিসেবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজে একটি ইনিংসে পাঁচ উইকেট সংগ্রহের নজির গড়েছেন। সেইসঙ্গে ভারতীয় বোলারদের হিসেবে টেস্টে দ্রুততম ৫০ উইকেট সংগ্রহের কৃতিত্বও অর্জন করেছেন তিনি।
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, টেস্ট স্কোয়াডে বুমরাহর জায়গায় নেওয়া হয়েছে উমেশকে। পিঠে সামান্য চোট রয়েছে তাঁর। এজন্য তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে খেলতে পারবেন না।