IND vs SA, 1st T20 Live: মিলার, ডুসেনের অর্ধশতরানে জয় দক্ষিণ আফ্রিকার
IND vs SL, 1st T20, Arun Jaitley Stadium: ভারতীয় দলের সহ অধিনায়কের দায়িত্ব বর্তেছে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) ওপর। গুজরাত টাইটান্সের (Gujrat Titans) অধিনায়ক হিসেবে কিছুদিন আগেই আইপিএলে জিতেছেন
৭ উইকেটে দুরন্ত জয় দক্ষিণ আফ্রিকার।
রাসির ব্য়াটে ঝড়। টি-টোয়েন্টি কেরিয়ারে নিজের ৭ নম্বর অর্ধশতরান করলেন রাসি ভ্যান ডার ডুসেন।
অর্ধশতরানের ইনিংস খেললেন ডেভিড মিলার।
আবেশ খানের দুরন্ত গতির বলে ব্যাট ভেঙে গেল প্রোটিয়া ব্যাটার রাস ভ্যান ডার ডুসেনের।
অক্ষর প্যাটেলের শিকার ডি কক। ১৮ বলে ২২ রানের ইনিংস খেলে ইশান কিষাণের হাতে ক্যাচ তুলে দেন প্রোটিয়া কিপার-ব্যাটসম্যান।
৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৩ রান বোর্ডে তুলে নিল দক্ষিণ আফ্রিকা। ক্রিজে আছেন ডি কক ও ডুসেন।
১৩ বলে ২৯ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ডোয়েন প্রিটোরিয়াস। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেটের পতন।
প্রথম ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৬০ রান বোর্ডে তুলে নিল দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেটের পতন। ১০ রান করে ভুবনেশ্বর কুমারের বলে আউট হলে প্রোটিয়া অধিনায়ক।
রান তাড়া করতে নেমে প্রথম ওভারে ৭ তুলল ভারত। প্রথম ওভার বল করলেন ভুবনেশ্বর কমার।
রান তাড়া করতে নেমে প্রথম ওভারে ৭ তুলল ভারত। প্রথম ওভার বল করলেন ভুবনেশ্বর কমার।
রান তাড়া করতে নেমে প্রথম ওভারে ৭ তুলল ভারত। প্রথম ওভার বল করলেন ভুবনেশ্বর কমার।
২০ ওভারে ৪ উইকেট হারিয়ে বোর্ডে ২১১ রান তুলে নিল ভারতীয় ক্রিকেট দল।
৩৬ রানে প্যাভিলিয়নে ফেরেন শ্রেয়স আইয়ার
ভারতের দ্বিতীয় উইকেটের পতন। ৭৬ রান করেই ফিরে গেলেন ঈশান।
ঝোড়ো অর্ধশতরান ঈশান কিষাণের। মাত্র ১০ ওভারে বোর্ডের ১০০ রান তুলে ফেলল ভারত।
ভারতের প্রথম উইকেটের পতন। রুতুরাজ গায়কোয়াডকে ফিরিয়ে দিলেন পার্নেল।
ওপেনে নামলেন ইশান কিষাণ ও রুতুরাজ গায়কোয়াড। প্রোটিয়াদের হয়ে প্রথম ওভারে বল করলেন কেশব মহারাজ। বিনা উইকেটে ভারতের সংগ্রহ ১৩।
প্রথম ম্যাচে একাদশে সুযোগ পেলেন না উমরান মালিক। দলে ঢুকলেন আবেশ খান।
প্রথম টি-টোয়েন্টি ম্য়াচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।
প্রেক্ষাপট
নয়াদিল্লি: শেষবার দক্ষিণ আফ্রিকার (South Africa) মাটিতে ২ দল সাদা বলের ক্রিকেটে মুখোমুখি হয়েছিল। সেই অভিজ্ঞতা খুব একটা ভাল ছিল না। ৩ ম্যাচই হারতে হয়েছিল। এবার ঘরের মাঠে টি-টোয়েন্টি (T20) সিরিজে কাল থেকে মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে নামার আগের দিনই বিশাল ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। কে এল রাহুল (K L Rahul) ছিটকে গিয়েছেন চোটের জন্য। চোটের জন্য পাওয়া যাবে না কুলদীপ যাদবকেও (Kuldeep Yadav)। এই পরিস্থিতিতে তরুণ দল নিয়ে কতটা লড়াই দেবেন পন্থ, তা সময়ই বলবে।
আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের সহ অধিনায়কের দায়িত্ব বর্তেছে হার্দিক পাণ্ড্যর ওপর। গুজরাত টাইটান্সের (Gujrat Titans) অধিনায়ক হিসেবে কিছুদিন আগেই আইপিএলে জিতেছেন। তাই হার্দিককে পন্থের ডেপুটি বাছতে বেশি ভাবতে হয়নি।
ভারতের মাটিতে ৫টি টি-টোয়েন্টি খেলবে প্রোটিয়া শিবির। এই সিরিজে ভারতীয় শিবিরে রয়েছেন একাধিক তরুণ মুখ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য উমরান মালিক, অর্শদীপ সিংহ, রবি বিষ্ণোই। এছাড়াও দীনেশ কার্তিকের মত অভিজ্ঞ ক্রিকেটারও ফিরে এসেছেন জাতীয় দলে।
এখনও পর্যন্ত টি-টোয়েন্টিতে মোট ১৫ ম্য়াচ মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। তার মধ্যে ৯ বার জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। ৬ বার জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু ভারতের মাটিতে প্রোটিয়া শিবিরের রেকর্ড বেশ ভাল। এখানে মোট ৪ বার খেলতে নেমে ৩বারই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার দেখার দেশের মাটিতে সেই রেকর্ড নিজেদের দখলে আনতে পারে কি না ভারতীয় দল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -