গুয়াহাটি: কাল থেকে শুরু ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজ। প্রথম ম্যাচ গুয়াহাটিতে। এই সিরিজকে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির অঙ্গ হিসেবেই দেখা হচ্ছে। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতেই গত বছর শেষ করেছিল ভারতীয় দল। নতুন বছরের শুরুটাও জয় দিয়েই করার লক্ষ্যে বিরাট কোহলিরা।


চোট সারিয়ে বেশ কিছুদিন পরে জাতীয় দলে ফিরেছেন বর্তমানে বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাহ। গত বছরের জুলাই-অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকেই চোটের জন্য মাঠের বাইরে ছিলেন এই ডানহাতি পেসার। তিনি কতটা ম্যাচ ফিট হয়ে উঠেছেন এবং ফর্মে আছেন, সেটা বোঝা যাবে এই সিরিজে। টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে পারেন বুমরাহ। ফলে তাঁর ফর্মে থাকা জরুরি।

বুমরাহর পাশাপাশি এই সিরিজে নজর থাকবে অভিজ্ঞ বাঁ হাতি ওপেনার শিখর ধবন, অপর এক ওপেনার লোকেশ রাহুল, উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থের দিকে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার সময় হাঁটুতে চোট পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে খেলতে পারেননি ধবন। চোট সারিয়ে জাতীয় দলে তিনি কতটা ফর্মে আছেন, সেটার দিকে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের নজর থাকবে।

এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে সীমিত ওভারের ফর্ম্যাটে ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মাকে। তিনি না থাকায় ওপেন করবেন রাহুল। মিডল অর্ডারে বাড়তি দায়িত্ব নিতে হবে বিরাটকে।