বেঙ্গালুরু: শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই দুর্দান্ত জায়গায় ভারতীয় দল (India Team)। প্রথম ইনিংসে ভারতের ২৫২ রানের জবাবে মাত্র ১০৯ রানেই অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা। ফলে প্রথম ইনিংসে ১৪৩ রানে এগিয়ে ভারতীয় দল। এই টেস্টে এখনও তিনদিনেরও বেশি সময় বাকি। ফলে বড় কোনও অঘটন ছাড়া এই টেস্টেও জয় পাচ্ছেন রোহিত শর্মারা।
শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে মাত্র তিনজন দুই অঙ্কের রান পেয়েছেন। সর্বোচ্চ ৪৩ রান করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। ২১ রান করেছেন নিরোশন ডিকওয়েলা। ১০ রান করেন ধনঞ্জয় ডি সিলভা। শ্রীলঙ্কার আরও কোনও ব্যাটসম্যানই বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি।
শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের সামনে ত্রাস হয়ে দেখা দেন ভারতীয় দলের পেসার জসপ্রীত বুমরাহ। তিনি মাত্র ২৪ রান দিয়ে ৫ উইকেট নেন। দু’টি করে উইকেট নেন মহম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিন। একটি উইকেট নেন অক্ষর পটেল।
এই ম্যাচের প্রথম ইনিংসে গতকাল ২৫২ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। সর্বোচ্চ ৯২ রান করেন শ্রেয়স আইয়ার। ৩৯ রান করেন ঋষভ পন্থ। ৩১ রান করেন হনুমা বিহারী। বিরাট কোহলি করেন ২৩ রান। অধিনায়ক রোহিত শর্মা করেন ১৫ রান। অশ্বিন করেন ১৩ রান। অক্ষর করেন ৯ রান। শামি করেন ৫ রান। ওপেনার ময়ঙ্ক আগরওয়াল করেন ৪ রান। রবীন্দ্র জাডেজাও ৪ রান করেন।
শ্রীলঙ্কার হয়ে প্রথম ইনিংসে তিনটি করে উইকেট নেন লসিথ এমবুলদেনিয়া ও প্রবীণ জয়বিক্রম। জোড়া উইকেট নেন ধনঞ্জয় ডি সিলভা। একটি উইকেট নেন সুরঙ্গা লাকমল।
এই সিরিজে এখন ১-০ এগিয়ে ভারতীয় দল। মোহালিতে প্রথম টেস্টে ইনিংস ও ২২২ রানে জয় পায় ভারতীয় দল। এই ম্যাচে ভারতের জয়ের নায়ক রবীন্দ্র জাডেজা। তিনি ১৭৫ রানে অপরাজিত থাকার পর শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৪১ রান দিয়ে ৫ উইকেট নেন। এরপর শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ৪৬ রান দিয়ে ৪ উইকেট নেন এই বাঁ হাতি স্পিনার।