বেঙ্গালুরু: হল না অপেক্ষার অবসান। বাড়ল অপেক্ষার মেয়াদ। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে বেঙ্গালুরুতে দিন-রাতের টেস্টেও (Day-Night Test)শতরান পেলেন না বিরাট কোহলি (Virat Kohli)। মাত্র ২৩ রান করে আউট হয়ে গেলেন তিনি। ২০১৯-এর পর আর কোনও শতরানের ইনিংস আসেনি বিরাট কোহলির ব্যাট থেকে। ভারতীয় দলের সমর্থকরা আশায় বুক বেঁধেছিলেন। আশা করেছিলেন, বেঙ্গালুরু টেস্টে কোহলির ব্যাটে শতরানের খরা কাটবে। কিন্তু সেই আশা অপূর্ণই থেকে গেল প্রথম ইনিংসে। বেশিক্ষণ ক্রিজে টিকতে পারলেন না তিনি। 


চলতি টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে টিম ইন্ডিয়ার শুরুটা একেবারেই ভালো হয়নি।মাত্র ৮৬ রানে চার উইকেট হারিয়ে ফেলে ভারত। এরমধ্যে কোহলি ২৩ রান করে আউট হয়ে যান। তাঁর সংক্ষিপ্ত ইনিংসে ছিল দুটি বাউন্ডারি। তিনি আউট হয়ে যাওয়ায় তাঁর সমর্থকরা স্বাভাবিকভাবেই হতাশ। শতরান তো দূর, হাফসেঞ্চুরিও এল না তাঁর ব্যাট থেকে।


কোহলি আউট হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। 


 






 






উল্লেখ্য, আজ থেকে শুরু হয়েছে ভারত-শ্রীলঙ্কা (Ind vs SL) দ্বিতীয় টেস্ট ম্যাচ। সিরিজে ১-০ এগিয়ে ভারত। এই ম্যাচ জিতলে বা ড্র হলেই সিরিজ জিতবে টিম ইন্ডিয়া। আর সেটা হবে ঘরের মাঠে ভারতীয় দলের টানা ১৫ টেস্ট সিরিজ জয়।


প্রথমবার দিন-রাতের টেস্ট ম্যাচ (Pink Ball Test) খেলা হচ্ছে বেঙ্গালুরুতে। সেজে উঠছে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম। এই ম্যাচে দর্শকের প্রবেশাধিকার দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ম্যাচ নিয়ে এমনই উন্মাদনা তৈরি হয় যে, অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার পরই মুহূর্তে তা কার্যত নিঃশেষ হয়ে যায়।
দিন-রাতের ম্যাচে শিশির কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে যথারীতি চর্চা শুরু হয়েছে। ভারতের মাটিতে এটা   দ্বিতীয় নৈশালোকে গোলাপি বলে টেস্ট ম্যাচ। এর আগে ২০১৯ সালে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে আয়োজিত হয়েছিল প্রথম গোলাপি বলে দিন-রাতের টেস্ট।