বিশাখাপত্তনম: মরণ-বাঁচন ম্যাচে যেন জেগে উঠলেন ভারতীয় ক্রিকেটারেরা (Team India)। ব্যাটে ঈশান কিষাণ, রুতুরাজ গায়কোয়াড়দের পর বল হাতে দাপট দেখালেন হর্ষল পটেল, যুজবেন্দ্র চাহাল। হর্ষল নিলেন ৪ উইকেট। মাত্র ২৫ রানের বিনিময়ে। ২০ রানে ৩ উইকেট চাহালের। ভারতের ১৭৯/৫ তাড়া করতে নেমে মাত্র ১৩১ রানে অল আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ৪৮ রানে ম্যাচ জিতল ভারত। সেই সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-২ করলেন ঋষভ পন্থরা (Rishabh Pant)।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের মরণ-বাঁচন ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন ভারতের দুই ওপেনার। ঈশান কিষাণ (Ishan Kishan) ও রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaykwad), দুজনই হাফসেঞ্চুরি করলেন। তাঁদের ঝোড়ো ইনিংসের সুবাদে প্রথমে ব্যাট করে ভারত তুলল ১৭৯/৫।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে হেরেছে ভারত। সিরিজে ০-২ পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে মঙ্গলবারের ম্যাচ ভারতের কাছে মরণ-বাঁচন ছিল। সিরিজ বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে ঋষভ পন্থদের, এমনই পরিস্থিতি তৈরি হয়েছে মেন ইন ব্লু-র সামনে। আর সেই ম্যাচেও টসভাগ্য সঙ্গ দেয়নি ভারতের।
টস জিতে ভারতকে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। চলতি সিরিজে যিনি কৌশলই নিয়ে ফেলেছেন যে, টস জিতে প্রতিপক্ষকে আগে ব্যাটিং করিয়ে নাও। তারপর রান তাড়া করে অঙ্ক কষে ম্যাচ বার করে নাও। প্রথম দুই ম্যাচেই যে কৌশল কাজে দিয়েছিল। মঙ্গলবারও সেই স্ট্র্যাটেজিই নেন তিনি।
তবে শুরুটা ভাল করেন ভারতের দুই ওপেনার। ঈশান ও রুতুরাজ, দুজনই আগ্রাসী ব্যাটিং করতে শুরু করেন। দুই ওপেনারের ঝোড়ো ব্যাটিংয়ে ১০ ওভারে ৯৭ রান তুলে ফেলে ভারত। ৩৫ বলে ৫৭ রান করে ফেরেন রুতুরাজ। তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও দুটি ছক্কা। বড় রান পাননি শ্রেয়স আইয়ার। ১১ বলে ১৪ রান করে ফেরেন। ৩৫ বলে ৫৪ করেন ঈশান। ৫টি চার ও দুটি ছক্কা মারেন তিনি।
রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতেই অল আউট হয়ে যান বাভুমারা।
আরও পড়ুন: কিংবদন্তি পুসকাসকে ছুঁলেন সুনীল, হংকংকে ৪-০ ওড়াল ভারত