মুম্বই: বিরাট কোহলির (Virat Kohli) রান তখন ১০। দুষ্মন্ত চামিরার বল সরাসরি বোলারের দিকেই তুলে দিলেন বিরাট। ফলো থ্রুতে কার্যত লোপ্পা ক্যাচ। কিন্তু শরীরের ভারসাম্য় ধরে রেখে বল তালুবন্দি করতে পারলেন না শ্রীলঙ্কার (Ind vs SL) পেসার। স্কোরবোর্ড বলছে, কোহলির ব্য়ক্তিগত রান তখন ১৭ বলে মাত্র ১০। দলের স্কোর ২৫/১।


দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছিল ২০০৩ সালের এক ঘটনার কথা। সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে সচিনের লোপ্পা ক্যাচ ফেলে দিয়েছিলেন পাকিস্তানের আব্দুল রজ্জাক। যা দেখে ক্ষোভ চেপে রাখতে পারেননি ওয়াসিম আক্রম। পাক কিংবদন্তি রীতিমতো উত্তেজিত হয়ে পড়েন। রাগে ফেটে পড়েন। আক্রম ভালই বুঝেছিলেন, শুধু ক্যাচ নয়, রজ্জাক ম্য়াচই ফেলে দিয়েছিলেন হাত থেকে। ৭৫ বলে ৯৮ রান করে পাক শিবিরকে বিনিদ্র রজনী উপহার দিয়েছিলেন মাস্টার ব্লাস্টার।


কাকতালীয় হলেও, বৃহস্পতিবার কোহলির ক্যাচ পড়ল যে মাঠে, সেখানকার বাইশ গজে খেলেই ক্রিকেটবিশ্বের কোহিনূর হয়ে উঠেছিলেন সচিন। কোহলির ক্যাচ ফেলার পর কি কুশল মেন্ডিসও গিয়ে দুষ্মন্ত চামিরাকে ভর্ৎসনা করলেন?


নতুন জীবন পেয়েই যেন নিজেকে নতুন প্রতিজ্ঞায় বেঁধে ফেললেন কোহলি। প্রাণ যায় যাক, উইকেট না যাক। আর কোহলির সেই সংকল্পের ঝাঁঝ যে কীরকম, ভালই টের পেলেন শ্রীলঙ্কার বোলাররা। ৯৪ বলে ৮৮ রান করে ভারতীয় ইনিংসের ভিত সাজিয়ে দিলেন কোহলি। ঘটনাচক্রে, সচিন তেন্ডুলকরেরর সামনেই। ভারত-শ্রীলঙ্কা ম্যাচের আগে সচিনের ব্রোঞ্জের মূর্তি বসিয়ে উদযাপন করল মুম্বই ক্রিকেট সংস্থা। বুধবার সেই মূর্তি উন্মোচিত হয়েছে। বৃহস্পতিবারও সচিন মাঠেই ছিলেন। আর নিজের চোখে দেখলেন শিষ্যের ব্যাটিং তাণ্ডব। তাঁকে দেখেই তো কোহলি গেয়ে উঠেছিলেন, তুঝমে রব দিখতা হ্যায়...


ম্যাচের তখন প্রথম ওভার। দিলশান মধুশঙ্কাকে ফ্লিক করে বাউন্ডারি মেরে শুরু করলেন রোহিত শর্মা। প্রথম বলেই। কিন্তু দ্বিতীয় বলেই বিপত্তি। বোল্ড হয়ে গেলেন মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যান।


সেখান থেকে ইনিংসের হাল ধরলেন কোহলি। দ্বিতীয় উইকেটে শুভমন গিলের সঙ্গে ১৮৯ রানের পার্টনারশিপ। ভারতীয় ইনিংসে নতুন আশার সঞ্চার করলেন কোহলি। 


তবে সেঞ্চুরির মুখ থেকে ফিরতে হল গিল ও কোহলি - দুজনকেই। ৯২ বলে ৯২ রান করে মধুশঙ্কার শিকার গিল। কোহলিকেও ফেরালেন মধুশঙ্কা। ৮৮ রানে। তবে ততক্ষণে ভারতীয় ইনিংস থার্ড গিয়ারে চলতে শুরু করেছে।


আরও পড়ুন: গল্ফ কার্টের থেকে মাঠে পড়ে মাথায় চোট, ইংল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial