কলম্বো: আচমকাই স্থগিত হয়ে গেল ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সরকারিভাবে জানানো হয়েছে যে, জাতীয় দলের অলরাউন্ডার ক্রুণাল পাণ্ড্যর (Krunal Pandya) করোনা পরীক্ষার ফল পজ়িটিভ এসেছে। সেই কারণেই স্থগিত হয়ে গিয়েছে ম্যাচ।


ভারতীয় ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছে, ক্রুণাল পাণ্ড্যর কোভিড পরীক্ষার ফল পজ়িটিভ এসেছে। যে কারণে তাঁকে নিভৃতবাসে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাঁর সংস্পর্শে আসার জন্য মোট আটজন ক্রিকেটারকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে যেতে হয়েছে।


সূত্রের খবর, আপাতত ভারত ও শ্রীলঙ্কা, দুই দেশের সমস্ত ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদেরই আইসোলেশনে যেতে হয়েছে। কারণ, চলতি সফরে ভারত ও শ্রীলঙ্কা বেশ ঘনঘন ম্যাচ খেলছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হয়েছে মাত্র ৪৮ ঘণ্টা আগে, রবিবার। সেই ম্যাচে ক্রুণাল খেলেছিলেন। যার অর্থ, সেদিনও দুই দলের ক্রিকেটারেরাই মাঠে বা টিমবাসে ক্রুণালের সংস্পর্শে এসেছেন।



ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে যে, মঙ্গলবার সকালে ক্রুণালের র‌্যাপিড অ্যান্ডিজেন টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসে। মঙ্গলবারই দলের সমস্ত সদস্যের আরটিপিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হচ্ছে। সকলের রিপোর্ট নেগেটিভ এলে বুধবার, ২৮ জুলাই স্থগিত হয়ে যাওয়া দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে। পাশাপাশি জানানো হয়েছে যে, ক্রুণালের সংস্পর্শে এসেছে, এরকম আটজন ক্রিকেটারকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের নিভৃতবাসে পাঠানো হচ্ছে। পাশাপাশি দুই দলের সমস্ত ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের মঙ্গলবার নতুন করে করোনা পরীক্ষা করা হচ্ছে। সকলের রিপোর্ট নেগেটিভ এলে তবে আগামীকাল অর্থাৎ বুধবার স্থগিত হয়ে যাওয়া দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি খেলা হবে।


গোটা বিষয়ের সঙ্গে ওয়াকিবহাল বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন যে, ক্রুণালের করোনা পরীক্ষার ফল পজ়িটিভি এসেছে। তবে সিরিজ বাতিল হয়ে যায়নি বলে জানিয়েছেন ওই কর্তা। তাঁর কথায়, বাকি সকল ক্রিকেটারের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলে বুধবারই দ্বিতীয় ম্যাচ খেলা হবে।


প্রসঙ্গত, ওয়ান ডে সিরিজ জেতার পর টি-টোয়েন্টি সিরিজেও প্রথম ম্যাচ জিতে এগিয়ে রয়েছে শিখর ধবনের ভারতই।