নয়াদিল্লি: আজ টি ২০ ম্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করছে ভারত। সফরে তিনটি টি ২০, তিনটি একদিনের ম্যাচ ও দুটি টেস্ট খেলবে ভারত।
টি২০ সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে ফ্লোরিডার লডারহিলে। তৃতীয় ম্যাচ গুয়ানায়।
গত নভেম্বরে ঘরের মাঠে টি ২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ হারিয়ে দিয়েছিল ভারত। সেই জয়ের ধারা এবারও অব্যাহত রাখতে চায় ভারত। ওয়েস্ট ইন্ডিজের মাঠে অবশ্য ভারতের রেকর্ড তেমন উজ্জ্বল নয়। তিনটি ম্যাচের মধ্যে জয় মাত্র একটিতে।
ভারতের বিরুদ্ধে সিরিজে ক্যারিয়ান দলে ফিরেছেন টি ২০ ক্রিকেটের অন্যতম তারকা দুই ক্রিকেটার কায়রন পোলার্ড ও সুনীল নারিন।
দুই দলের টি ২০ ম্যাচে চোখ রাখা যাক কিছু আকর্ষণীয় তথ্য ও পরিসংখ্যানে।
দুই দলের মধ্যে এখনও পর্যন্ত ১১ টি ২০ ম্যাচ হয়েছে। উভয় দলই পাঁচটি করে ম্যাচে জিতেছে। একটি ম্যাচের কোনও ফলাফল হয়নি।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারত তিনটি টি ২০ ম্যাচ খেলে জিতেছে মাত্র একটিতে।
টি ২০ তে ভারতের হয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন রোহিত শর্মা। ১০ ম্যাচে তিনি করেছেন মোট ৩৩৪ রান।
ভারতের বিরুদ্ধে টি ২০ তে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন এভিন লুইস। ৩ ইনিংসে তাঁর সংগ্রহ ২৩২ রান।
টি ২০ তে ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি সেঞ্চুরি লুইসেরই। দুটি সেঞ্চুরি করেছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের হয়ে টি ২০ তে সেঞ্চুরি রয়েছে রোহিত ও কেএল রাহুলের।
টি ২০ তে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক রানের ইনিংস খেলার কৃতিত্বও রয়েছে লুইসের দখলে। জামাইকার কিংস্টনে ভারতের বিরুদ্ধে অপরাজিত ১২৫ রান করেছিলেন তিনি। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই কৃতিত্বের অধিকারী রোহিত। লখনউয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ১১১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।