জেনে নিন কখন, কোথায় দেখা যাবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ
Web Desk, ABP Ananda | 18 Dec 2019 12:18 PM (IST)
বিশাখাপত্তনমের উইকেটে বড় রান উঠবে বলে পূর্বাভাস করেছেন কিউরেটর। তাই ফের একবার বড় রানের ম্যাচ হতে পারে।
বিশাখাপত্তনম: টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ পেরেছিল। শেষ পর্যন্ত ট্রফি হাতছাড়া হলেও, প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ঘুরে দাঁড়িয়েছিল ক্যারিবিয়ানরা। ভারতও কি পারবে ওয়ান ডে সিরিজে পিছিয়ে পড়ার পরে ঘুরে দাঁড়াতে? আজ বিশাখাপত্তনমে বিরাট কোহলিদের সামনে সেই পরীক্ষা। কোহলিদের সামনে মরণ-বাঁচন লড়াই। প্রথম ম্যাচে ৮ উইকেটে পরাজয়ের ক্ষত ঢেকে ঘুরে দাঁড়াতে হলে জিততেই হবে বিরাট ব্রিগেডকে। ২০১৯ বিশ্বকাপের পর থেকে সমস্ত ওয়ান ডে সিরিজই জিতেছে ভারত। তাই ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতীয় শিবির। ব্যাট হাতে ছন্দে আছেন রোহিত শর্মা, অধিনায়ক কোহলি। সিরিজের প্রথম ম্যাচে রান পেয়েছেন ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ার। বিশাখাপত্তনমের উইকেটে বড় রান উঠবে বলে পূর্বাভাস করেছেন কিউরেটর। তাই ফের একবার বড় রানের ম্যাচ হতে পারে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আগের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন শিমরন হেটমায়ার ও শাই হোপ। বিশাখাপত্তনমের কিউরেটরের পূর্বাভাস শুনে উজ্জ্বীবিত হতে পারেন তাঁরাও। তাই ভারতীয় বোলারদেরও বড় পরীক্ষা। কোথায় ম্যাচ? বিশাখাপত্তনমে অন্ধ্রপ্রদেশ ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে। খেলা কখন শুরু? দুপুর ১.৩০। কোন চ্যানেলে দেখা যাবে? সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস ওয়ান এইচডি, স্টার স্পোর্টস থ্রি এবং স্টার স্পোর্টস থ্রি এইচডি। অনলাইনে লাইভ স্ট্রিমিং কোথায়? হটস্টারে সরাসরি দেখা যাবে ম্যাচ।