সেন্ট কিটস: আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হওয়ার কথা ভারত-ওয়েস্ট ইন্ডিজের (IND vs WI 2nd T20I)। ভারতীয় সময় অনুযায়ী রাত আটটা থেকে এই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। তবে দুই ঘণ্টা পিছিয়ে দেওয়া হল ম্যাচ শুরুর সময়।


বিপাকে ভারত


গোটা ওয়ান ডে সিরিজ এবং প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ত্রিনিদাদেই খেলা হয়েছিল। চার ম্যাচ পরে এই প্রথম অন্য কোনও জায়গায় মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত-উইন্ডিজের। দ্বিতীয় টি-টোয়েন্টির ভেন্যু সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক। এই ত্রিনিদাদ থেকে সেন্ট কিটসের সফরেই যত সমস্যা। ভারতীয় খেলোয়াড়রা (Indian Cricket Team) চরম বিপাকে পড়েছেন।


কারণ? আসলে দল এসে পৌঁছে গেলেও, ভারতীয় দলের লাগেজ সঠিক সময়ে এসে পৌঁছয়নি সেন্ট কিটসে। এর ফলেই বাধ্য হয়ে খেলা শুরু সময় পিছিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতীয় সময় অনুুযায়ী রাত আটটার সময় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও, বর্তমান পরিস্থিতির জেরে তা শুরু হবে রাত ১০টায়।


 






ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বিবৃতি


ইতিমধ্য়েই এই বিলম্বের কথা সরকারিভাবে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের তরফে জানানো হয়েছে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানায়, 'ত্রিনিদাদ থেকে দরকারি লাগেজ সেন্ট কিটসে পৌঁছতে অনেকটাই দেরি হয়েছে, যা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে। ফলত আজকের ম্যাচ ১২.৩০ টার সময় (ভারতীয় সময় অনুযায়ী রাত ১০টা) সময় শুরু হবে। এর জন্য সমর্থক, আমাদের স্পনসর, পার্টনার, যাদের যাদের সমস্যা হচ্ছে, সকলের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।'


আরও পড়ুন: আজ জিতলেই পাকিস্তানের অনন্য় নজিরে ভাগ বসানোর হাতছানি ভারতের সামনে