ফ্লোরিডা: গতকাল ৫৯ রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ নিজেদের নামে করেছিল ভারতীয় দল (Indian Cricket Team)। ২৪ ঘণ্টা পরে আরও বড় ব্যবধানে পঞ্চম টি-টোয়েন্টিতে (IND vs WI 5th T20) নিকোলাস পুরানদের মাত দিয়ে জয়ের মাধ্যমেই সিরিজ শেষ করল টিম ইন্ডিয়া।
দুরন্ত শ্রেয়স
পঞ্চম তথা সিরিজের শেষ ম্যাচে দলের অধিনায়ক রোহিত শর্মাসহ মোট চার বদল করেছিল ভারতীয় দল। তবে তাতে তাদের ব্যাটিংয়ে তেমন কোনও প্রভাব পড়েনি। গতকালের মতোই প্রথমে ব্যাট করে ১৮৮ রান তোলে ভারতীয় দল। সৌজন্য মূলত শ্রেয়স আইয়ার। বেশ কয়েকদিন ধরে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাওয়া শ্রেয়স আইয়ারকে দুরন্ত ছন্দে দেখায়। তিনি ৪০ বলে ৬৪ রানের একটি দারুণ ইনিংস খেলেন। শ্রেয়সই এই ইনিংসে ভারতের সর্বোচ্চ রানসংগ্রাহক।
এছাড়া দীপক হুডাও শ্রেয়সকে ভাল সঙ্গ দেন। দুইজনে মিলে দ্বিতীয় উইকেটে ৭৬ রান যোগ করেন। হুডা ৩৮ রান করেছেন। শেষের দিকে এই ম্যাচে দলের অধিনায়ক হার্দিক পাণ্ড্য ১৬ বলে ২৮ রানের একটি সুন্দর ক্যামিও খেলেন। বড় রান তাড়া করে ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভাল হওয়ার দরকার ছিল। তবে তেমনটা হয়নি। প্রথম ওভারে জেসন হোল্ডারকে ফিরিয়ে ভারতকে সাফল্য এনে দেন অক্ষর পটেল (Axar Patel)।
স্পিনের ফাঁদ
৫০ রান হতে হতেই চার উইকেট হারিয়ে ফেলে পুরানের দল। পুরান, শামরা ব্রুকস, টপ অর্ডারের সকলেই ব্যর্থ। কার্যত একা হাতে লড়াই চালান শিমরন হেটমায়ার। তিনি ৩৫ বলে সুন্দর ৫৬ রান একটি ইনিংস খেলেন। তবে বাকিরা চূড়ান্ত ব্যর্থ হয়। মাত্র ১০০ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৮৮ রানের বিশাল ব্যবধানে জয় পায় ভারত। ভারতীয় স্পিনারদের ফাঁদেই ভরাডুবি ঘটল পুরানদের। ভারতের হয়ে এদিন ম্যাচে ১০টি উইকেটই নেন স্পিনারর। অক্ষরের পাশাপাশি কামব্যাক ঘটানো কুলদীপ যাদব পান তিনটি করে উইকেট। সর্বাধিক চার উইকেট নেন রবি বিষ্ণোই। তবে অক্ষরকেই ম্যাচ সেরা ঘোষণা করা হয়।
আরও পড়ুন: আবারও বল হাতে দুরন্ত পারফরম্যান্স রেণুকার, সোনা জিততে ভারতের দরকার ১৬২ রান