মুম্বই: করোনার ততৃতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। ওমিক্রন আক্রান্তের সংখ্যাও বাড়ছে প্রতিদিন। দেশের মাটিতে যাবতীয় খেলা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারি মাসে ভারতে খেলতে আসার কথা ওয়েস্ট ইন্ডিজের। আর তাই কোভিড ইস্যুকে মাথায় রেখে ভেন্যুর সংখ্যা কমিয়ে আনা হতে পারে। তেমনই ভাবনাচিন্তা করছে বিসিসিআই। যদিও এখনও অফিসিয়ালি কিছু বলা হয়নি।


এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত ভারতীয় দল। এরপর সেখানে ওয়ান ডে সিরিজ খেলবে। এরপর দেশে ফিরে আসবে তারা। ওয়েস্ট ইন্ডিজ দল ফেব্রুয়ারিতে ভারতে আসবে সীমিত ওভারের ৬টি ম্যাচ খেলতে। তার মধ্যে রয়েছে ৩টি ওয়ান ডে ও ৩টি টি-টোয়েন্টি। 


৬ ফেব্রুয়ারি আমদাবাদে প্রথম ম্যাচ। এছাড়া খেলা হওয়ার কথা জয়পুর (৯ ফেব্রুয়ারি), কলকাতা (১২ ফেব্রুয়ারি), কটক (১৫ ফেব্রুয়ারি), বিশাখাপত্তনম (১৮ ফেব্রুয়ারি) ও তিরুভনন্তপুরম (২০ ফেব্রুয়ারি)। দেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে বিসিসিআই চাইছে ৬টি ম্যাচ যাতে ৩টে ভেন্যুতে করা যায়। অত্যাধিক ট্র্যাভেলের ফলে প্লেয়ারদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। 


এদিকে, গোটা দেশে হুড়হুড়িয়ে বাড়ছে করোনা (Corona)। নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগ তৈরি হচ্ছে সব মহলে। পরিস্থিতি সামাল দিতে রঞ্জি ট্রফি (Ranji Trophy) পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড।


গতবার করোনা পরিস্থিতির জন্যই রঞ্জি ট্রফি বন্ধ রেখেছিল বোর্ড। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার খেলা হয়নি রঞ্জি ট্রফি। তবে এবার ফের টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল। ১৩ জানুয়ারি থেকে প্রথম পর্বের ম্যাচ শুরু হওয়ার অপেক্ষায় ছিলেন বিভিন্ন দলের ক্রিকেটারেরাও। যদিও দেশে করোনা পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে পড়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমনকী, কয়েকটি দলেও ছড়িয়েছে সংক্রমণ।