কোহলির দুরন্ত সেঞ্চুরি, ক্যারিবিয়ান সফরের শুরুতেই দাপট ভারতের
ABP Ananda, web desk | 22 Jul 2016 01:12 AM (IST)
অ্যান্টিগা: ক্যারিবিয়ান সিরিজের প্রথম টেস্টেই দাপট ভারতের অধিনায়ক বিরাট কোহলির। অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম ইনিংসেই দুরন্ত সেঞ্চুরি করলেন কোহলি (অপরাজিত ১৪৩ রান)। টেস্ট ক্রিকেটে এটি তাঁর দ্বাদশ শতরান। শুরুটা সামান্য নড়বড়ে হলেও অধিনায়কের ব্যাটিং-বিক্রমে ভারতের রান প্রথম দিনের শেষে ৪ উইকেটে ৩০২। এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কোহলি। মুরলী বিজয় ও শিখর ধবন শুরুটা সাবধানে করলেও সপ্তম ওভারেই প্রথম ধাক্কা খায় ভারত। শ্যানন গ্যাব্রিয়েলের বলে খোঁচা দিয়ে দ্বিতীয় স্লিপে ক্রেগ ব্রেথওয়েটের হাতে ধরা পড়েন বিজয় (৭)। মধ্যাহ্নভোজের সময় ভারতের রান ছিল এক উইকেটে ৭২। তিন নম্বরে ব্যাট করতে নামা চেতেশ্বর পূজারা (১৬)মধ্যাহ্নভোজের পর প্রথম ওভারের চতুর্থ বলেই ফিরে যান। তিনি দেবেন্দ্র বিশুর বলে ব্রেথওয়েটের হাতে ক্যাচ দেন। এরপর চার নম্বরে ব্যাট করতে নেমে ধবনের সঙ্গে জুটি বাঁধেন কোহলি। কার্লোস ব্রেথওয়েটকে পরপর দু’টো বাউন্ডারি মেরে অর্ধশতরানে পৌঁছে যান তিনি। তাঁর ব্যাটিং দাপটে দিশেহারা দেখায় ক্যারিবিয়ান বোলিং আক্রমণকে। এর পাশাপাশি ধবনও ৮৪ রান করেন। দলের ১৭৯ রানের মাথায় ৮৪ রান করে বিশুর বলে আউট হয়ে যান তিনি। এরপর রাহানেও বেশিক্ষণ টিকতে পারেননি। ২২ রান করে বিশুর শিকার হন তিনিও। দিনের শেষে কোহলির সঙ্গে ক্রিজে রয়েছেন আর অশ্বিন (২২ অপরাজিত)। কোহলি এদিন ৪২ তম টেস্টে তাঁর ৩০০০ রান পূর্ণ করলেন।