অ্যান্টিগা: ক্যারিবিয়ান সফরের প্রথম টেস্টের প্রথম দিন রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করার পর ধীরে ধীরে বড় রানের দিকে এগিয়ে যাচ্ছে ভারত। সৌজন্যে বাঁ হাতি ওপেনার শিখর ধবন (৭৫ অপরাজিত) এবং অধিনায়ক বিরাট কোহলি (৫৫ অপরাজিত)।


 

এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কোহলি। তিন পেসার মহম্মদ শামি, উমেশ যাদব ও ইশান্ত শর্মা এবং দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও অমিত মিশ্রকে প্রথমে একাদশে রাখা হয়েছে। ব্যাট করতে নেমে শুরু থেকেই সতর্কভাবে খেলছিলেন মুরলী বিজয় ও ধবন। কিন্তু সপ্তম ওভারেই শ্যানন গ্যাব্রিয়েলের বলে খোঁচা দিয়ে দ্বিতীয় স্লিপে ক্রেগ ব্রেথওয়েটের হাতে ধরা পড়েন বিজয় (৭)।

 

তিন নম্বরে ব্যাট করতে নামা চেতেশ্বর পূজারা অনায়াসেই ক্যারিবিয়ান আক্রমণ সামাল দিচ্ছিলেন। তিনি অভিষেক টেস্ট খেলতে নামা অফ স্পিনার রস্টন চেসকে আক্রমণও করছিলেন। মধ্যাহ্নভোজের সময় ভারতের রান ছিল এক উইকেটে ৭২। কিন্তু মধ্যাহ্নভোজের পর প্রথম ওভারের চতুর্থ বলেই ফিরে যান পূজারা (১৬)। তিনি দেবেন্দ্র বিশুর বলে ব্রেথওয়েটের হাতে ক্যাচ দেন।

 

চার নম্বরে ব্যাট করতে নামেন কোহলি। তিনি শুরু থেকেই ছন্দে। কোনও বোলারই তাঁকে সমস্যায় ফেলতে পারছেন না। ভারত অধিনায়ক হিসেবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে প্রথম টেস্ট ইনিংসেই অর্ধশতরান করে ফেললেন কোহলি। তাঁর আগে কোনও ভারত অধিনায়কই এই রেকর্ড গড়তে পারেননি। ২০০৬ সালে রাহুল দ্রাবিড়ের ৪৯ রানই সর্বোচ্চ স্কোর ছিল। সেই রান টপকে গেলেন কোহলি।

 

উল্টোদিকে ধবনও নিজের স্বাভাবিক ছন্দে ব্যাট করছেন। এই জুটি দীর্ঘক্ষণ ব্যাট করতে পারলে ভারত নিশ্চিতভাবেই বড় রান করবে।

 

সংক্ষিপ্ত স্কোর- ভারত- ১৫৯/২ (৫০ ওভার) ধবন অপরাজিত ৭৫, কোহলি অপরাজিত ৫৫।