আমদাবাদ: চোট সারিয়ে ফিরে এসেই দুর্দান্ত পারফরম্যান্স। ব্যাট হাতে অর্ধশতরান হাঁকিয়েছেন। আবার সীমিত ওভারের ফর্ম্যাটে পূর্ণাঙ্গ সময়ের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছেন।ট্রেডমার্ক পুল শট, স্ট্রোক প্লে অসাধারণ। ১০০০ তম ওয়ান ডে ম্যাচে জয় এসেছে রোহিতের নেতৃত্বে। নেতা অধিনায়ক কতটা সফল প্রথম ওয়ান ডে ম্যাচে-তা আলাদা করে বলার দরকার নেই। প্রাক্তন ভারতীয় স্পিনার প্রজ্ঞান ওঝা বলেন, ''বিরাট ভীষণভাবে বহির্মূখী। ও খোলামেলা নিজের ভাব প্রকাশ করে। নিজের মতো করে প্রতিটা মুহূর্ত উপভোগ করে। আবেগ প্রকাশ করতে ভালবাসে। কিন্তু রোহিত একদম উলটোরকম। ও ভীষণ ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামাল দিতে পারে।''
বিরাটের থেকে রোহিতকে কিছুটা এগিয়ে রাখছেন প্রজ্ঞান ওঝা অধিনায়ক হিসেবে। তার কারণ বাতলে দিলেন প্রাক্তন স্পিনার। তিনি বলেন, ''রোহিতের নেতৃত্বে অনেকেই খেলেছেন। বিরাটের নেতৃত্বেও খেলেছেন। কিন্তু অনেকেই বলেছেন যে রোহিতের নেতৃত্বে তাঁরা অনেকটাই স্বাচ্ছন্দ্যবোধ করে। প্রত্যেকেই দলে নতুন থাকার সময়ে কথা বলতে চায় সিনিয়রদের সঙ্গে। রোহিত সেই কাজটা খুব সহজভাবে করতে পারে। বিরাটের সঙ্গে হয়ত প্রথম দিকে একটু ইতস্তত বোধ করে থাকে প্লেয়াররা। তবে ২ জনেরই একটাই লক্ষ্য। ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া।''
গতকাল, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টসে জিতে আজ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৩.৫ ওভারে ১৭৬ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৫৭ রান করেন জেসন হোল্ডার। ২৯ রান করেন ফ্যাবিয়ান অ্যালেন। ভারতের হয়ে ৪৯ রান দিয়ে ৪ উইকেট নেন যুজবেন্দ্র চাহল। ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। ২৯ রান দিয়ে ২ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ। ২৬ রান দিয়ে ১ উইকেট নেন মহম্মদ শামি।
রান তাড়া করতে নেমে ভারতের কোনও সমস্যাই হয়নি। অধিনায়ক রোহিতের সঙ্গে ওপেন করতে নামেন ঈশান কিষাণ। রোহিত ৫১ বলে ১০টি বাউন্ডারি ও একটি ছক্কার সাহায্যে ৬০ রান করেন। ঈশান করেন ২৮ রান। প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি করেন ৮ রান। ঋষভ পন্থ করেন ১১ রান। সূর্যকুমার যাদব ৩৪ ও দীপক হুডা ২৬ রান করে অপরাজিত থাকেন।